Advertisement
Advertisement
Sushmita Sen

-১ ডিগ্রি! আজারবাইজানে বরফ গলা জলে জলকেলি সুস্মিতা সেনের, দেখুন ভিডিও

তাক লাগানো ভিডিও শেয়ার অভিনেত্রীর!

Sushmita Sen takes a dip in minus 1 degrees as she holidays in Azerbaijan | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 17, 2024 6:33 pm
  • Updated:January 17, 2024 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরকে স্বাগত জানাতে দেশের বাইরে পাড়ি দিয়েছিলেন সুস্মিতা সেন। দুই মেয়েকে নিয়ে আজারবাইজানে দারুণ ছুটি কাটিয়ে সম্প্রতি মায়ানগরীতে ফিরেছেন। তবে মুম্বইতে ফিরলেও বলিউডের বঙ্গকন্যার মন সম্ভবত পড়ে রয়েছে ওদেশেই। কারণ মাঝেমধ্যেই অভিনেত্রীর সোশাল মিডিয়ায় উঁকি মারলে চোখে পড়ছে আজারবাইজানে ছুটি কাটানোর একাধিক মুহূর্ত। এবার বরফ গলা জলে জলকেলির ভিডিও শেয়ার করে তাক লাগালেন সুস্মিতা সেন (Sushmita Sen)।

অভিনেত্রীর শেয়ার করা সেই ভিডিওতে দেখা গেল, বরফে ঢাকা পাহাড়ের মাঝখানে বিলাসবহুল হোটেল। মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রা! যেখানে ঠান্ডাকে বুড়ো আঙুল দেখিয়ে সুইমিং পুলে দিব্যি সাঁতারে মজেছেন সুস্মিতা সেন। নায়িকার এমন জলকেলির ভিডিও দেখেই মজেছে নেটপাড়া। কারও পরামর্শ, ‘ঠান্ডা লেগে যাবে কিন্তু!’ আবার কেউ বা অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে নৈসর্গিক প্রকৃতি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: শুটের মাঝেই ভিক্টোরিয়ায় ফুচকা খাচ্ছেন রাখি গুলজার, দেখে ‘থ’ পরিচালক নন্দিতা-শিবু!]

দিন কয়েক আগের কথা। প্রাক্তন রোহমান শলকে নিয়ে আমির খানকন্যা ইরার রিসেপশনে নজর কেড়েছিলেন সুস্মিতা সেন। শুধু তাই নয়, রোহমনের জন্মদিনেও তাঁকে আদুরে ডাকনামে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল সুস্মিতা সেনকে। ২০২২ সালে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু একে-অপরের থেকে দূরে সরে যাননি। বরং বন্ধুত্ব বজায় রেখেছিলেন সুস্মিতা-রোহমন। সেই বন্ধুকে নিয়েই আবার বিটাউনের ইতি-উতি দেখা যাচ্ছে রোহমন শলকে। কখনও বা নায়িকার সফরসঙ্গী তিনি। তাহলে কি, আবারও প্রাক্তনের কাছে ফিরেছেন অভিনেত্রী? এমন কৌতূহল যখন সর্বত্র, তখন অনুরাগীদের একাংশ বলছেন, ‘পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে’।

[আরও পড়ুন: ‘রাম-সীতা’ অরুণ-দীপিকার সঙ্গে পায়ে হেঁটে অযোধ্যায় ‘লক্ষ্মণ’ সুনীল, ফিরল ‘রামায়ণ’-এর স্মৃতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement