Advertisement
Advertisement

Breaking News

Sushmita Sen

এবার বাজবে ‘তালি’, নতুন ওয়েব সিরিজে বৃহন্নলার অবতারে চমক দিলেন সুস্মিতা, দেখুন ঝলক

গৌরী সাওয়ান্তের চরিত্রে দেখা যাবে সুস্মিতাকে।

Sushmita Sen shares first look as transgender activist Gauri Sawant from her new web series Taali | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 6, 2022 4:03 pm
  • Updated:October 6, 2022 8:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপালে বড় লাল টিপ। গলায় রুদ্রাক্ষের মালা। চোখে মুখে আক্রোশ। হাতে তালি দেওয়ার ভঙ্গিতে ছবি পোস্ট করলেন সুস্মিতা সেন। ‘তালি’ (Taali) সিরিজে এরূপেই দেখা যাবে সুস্মিতাকে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর নতুন ওয়েব সিরিজের শুটিংয়ের কথা জানিয়েছিলেন সুস্মিতা (Sushmita Sen)। সেই সময় মনে করা হয়েছিল, অভিনেত্রী হয়তো ‘আরিয়া’ সিরিজের নতুন মরশুমের শুটিং শুরু করেছেন। তবে শুটিংয়ের যে ছবি প্রকাশ্যে এসেছে। তাতে ভিন্ন লুকে দেখা গিয়েছে সুস্মিতাকে। উজ্জ্বল নীল রঙের শাড়ি পরেছেন অভিনেত্রী। কপালে চওড়া টিপ। মাথার চুল খোঁপা করে বাঁধা রয়েছে সুস্মিতার। তাতে আবার ফুল জড়ানো।

Advertisement

Sushmita-Sen

অভিনেত্রীর এই লুক দেখেই নতুন জল্পনা শুরু হয়েছিল। রূপান্তরিত লিঙ্গের গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা। গৌরীর জীবনের কাহিনিই ওয়েব সিরিজে ফুটিয়ে তোলা হবে।

[আরও পড়ুন: দশেরাতেই হয়ে গেল আলিয়ার সাধের অনুষ্ঠান, নিজে হাতে বউমাকে রেঁধে খাওয়ালেন নীতু সিং]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

কে এই গৌরী সাওয়ান্ত?

পুণেতে গণেশ নামে জন্ম হয়েছিল তাঁর। বাবা ছিলেন কড়া পুলিশকর্মী। অল্প বয়সেই মাকে হারান গৌরী। ঠাকুমা তাঁকে বড় করে তোলেন। আঠেরো বছর বয়সে বাড়ি ছাড়েন গৌরী। তাঁর কারণে বাবার কষ্ট হোক, তা চাননি বলেই ঘর ছাড়েন। বাড়ি ছাড়ার পর মুম্বইয়ে চলে আসেন গৌরী। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে শুরু করেন। নানা সমাজসেবামূলক কাজ করেছেন গৌরী। যৌনকর্মী এবং লিঙ্গের ভিত্তিতে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ান তিনি। রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান। সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন। গৌরীর কাহিনি এক বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল। এবার ওয়েব সিরিজে উঠে আসবে তাঁর জীবনের গল্প। 

[আরও পড়ুন: বাওয়ালি রাজবাড়িতে দশমীর স্পেশাল ফটোশুটে নুসরত-যশ, ‘অশ্লীল’ ছবি বলে কটাক্ষ নেটিজেনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement