Advertisement
Advertisement
Sushmita Sen

ললিত মোদির সঙ্গে নাম জড়িয়ে ‘নিম্নরুচির গসিপ’, নিন্দুকদের কড়া জবাব সুস্মিতা সেনের

সোনার লোভে ললিত মোদির প্রেমিকা হয়েছেন, এমন কটাক্ষ করা হয়েছে প্রাক্তন মিস ইউনিভার্সকে।

Actress Sushmita Sen shapely replied to haters who trolled for relationship with Lalit Modi | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 18, 2022 1:42 pm
  • Updated:July 18, 2022 1:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির (Lalit Modi) সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ার একাংশের কটাক্ষের শিকার সুস্মিতা সেন (Sushmita Sen)। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিন্দুকদের একহাত নিলেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী। 

Sushmita Lalit

Advertisement

সুস্মিতার সঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা জানান ললিত মোদি। সেখানে সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেছিলেন তিনি। তাঁর এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, সুস্মিতাকে গোপনে বিয়েই করে ফেলেছেন ললিত মোদি। তবে গুঞ্জনে জল ঢেলে ললিত টুইটে লেখেন, ”ভালবাসা মানেই বিয়ে নয়। ভগবানের কৃপায় হয়তো সেটাও হবে। আমি শুধু সবাইকে জানাতে চাই, আমরা একসঙ্গে রয়েছি!”

[আরও পড়ুন: ‘তুই শ্রীমতী দেখবি না, তোর বাপ দেখবে’, মিম শেয়ার করে অভিনব প্রচার স্বস্তিকার

ললিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন সুস্মিতাও। দুই মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেন  তিনি লেখেন, “বিবাহিত নই, কোনও আংটি নেই…শুধু ভালবাসায় আবদ্ধ। অনেক সাফাই দেওয়া হয়েছে…এবার জীবন এবং কাজের মাঝে ফেরার পালা। প্রতিটা মুহূর্তে আমার আনন্দের সঙ্গী হওয়ার জন্য অনেক ধন্যবাদ, আর যাঁরা তা হতে পারেননি এটা অবশ্য তাঁদের মাথা ঘামানোর বিষয় নয়। সবাইকে ভালবাসা। ”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

রবিবার নিজের আরও একটি ছবি পোস্ট করেন সুস্মিতা। তাঁর ক্যাপশনে লেখেন, “আমাদের চারপাশের পৃথিবীটা কতটা শোচনীয় ও দুঃখবিলাসী হয়ে উঠছে তা দেখলে আমার মন ভেঙে যায়। এই তথাকথিত বুদ্ধিজীবী ও তাঁদের চিন্তাধারা…অশিক্ষিত মানুষগুলোর নিম্নরুচির গসিপ…এমন বন্ধু যাঁদের সঙ্গে আমার কখনও দেখা পর্যন্ত হয়নি… সবাই নিজেদের মহান মতামত জানাচ্ছে আর আমার জীবন ও চরিত্র নিয়ে জ্ঞান দিচ্ছে। ‘গোল্ড ডিগার’ বলে সুবিধা আদায় করছে। এরা কিন্তু বেশ বুদ্ধিমান। আমি সোনার থেকে অনেক বেশি কিছু পেতে চাই। আর তাই সবসময় হীরে পছন্দ করি। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমিই সেগুলো নিজের জন্য কিনি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

[আরও পড়ুন: ২০ বছরের অম্ল-মধুর সম্পর্ক, অবশেষে বিয়ে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement