Advertisement
Advertisement

Breaking News

Sushmita Sen

পুরনো চাল ভাতে বাড়ে! ‘প্রাক্তন’ রোহমনের জন্মদিনে বাঙালি ডাকনামেই আদর সুস্মিতার

সুস্মিতার জীবনে ফিরল পুরনো প্রেম?

Sushmita Sen pens love-filled note for Rohman Shawl | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:January 5, 2024 6:48 pm
  • Updated:January 5, 2024 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাতেই আছে, ‘পুরনো চাল ভাতে বাড়ে’। বিচ্ছেদ ঘোষণা করার পরও সুস্মিতা সেনের (Sushmita Sen) জীবনে ফিরে এসেছে সেই পুরনো প্রেম। অন্তত অভিনেত্রীর বর্তমান সোশাল মিডিয়া ‘স্টেটাস’ তো এমনটাই বলছে! হোরমন শলের জন্মদিনে তাঁকে জড়িয়ে ধরে যেভাবে আদুরে নামে ডাকলেন, তাতেই দুয়ে দুয়ে চার করলেন নেটপাড়ায় একাংশ।

আসলে, ভাল সময়ে তো পাশে অনেকেই থাকেন। কিন্তু যাকে খারাপ সময়ে পাশে পাওয়া যায়, সেই তো আপন! সুস্মিতা সেন কিন্তু সেটা হাড়ে-হাড়ে টের পেয়েছেন। আর তাই তো পুরনো প্রেমিক রোহমনের সঙ্গে তাঁর জীবনে এখন নতুন সমীকরণ। কারণ, অসুস্থ অবস্থায় সেই প্রাক্তন রোহমনকেই পাশে পেয়েছিলেন তিনি। ২০২২ সালে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। কিন্তু একে-অপরের দূরে সরে যায়নি। বন্ধুত্ব বজায় রেখেছিলেন সুস্মিতা-রোহমন। এবার অভিনেত্রীর প্রোফাইলে জুটিতে একসঙ্গে ফ্রেমবন্দি অবস্থায় ধরা দিলেন তাঁরা। শুধুই কি বন্ধুত্ব নাকি প্রেমের টানে? সুস্মিতা সেনের ক্যাপশন কিন্তু বলছে অন্যকথা!

Advertisement

শীতপোশাকে রোহমন শলের কাঁধে রেখে যে ছবি শেয়ার করেছেন, তার ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন বাবুশ রোহমন শল। সবসময়ে খুশি থেকো। অনেক ভালোবাসা আর প্রার্থনা।” এর সঙ্গেই চুমু ছুঁড়ে দিয়েছেন বার্থডে বয়কে। বাঙালিদের মধ্যে বরাবরই আদর করে ‘বাবু’ নামে ডাকা। পালটা সুস্মিতাকেও বাবুশ বলে ডেকেছেন রোহমন কমেন্ট বক্সে। সেই ক্যাপশন পড়েই নেটপাড়ার একাংশের ধারণা, এটা হয়তো বাঙালি ডাকনাম। তাঁদের মন্তব্য, ‘পুরনো তিক্ততা ভুলে সম্ভবত রোহমনকে নিজের জীবনে ফিরিয়ে এনেছেন।’ 

[আরও পড়ুন: ঝরঝরে বাংলা সংলাপ, পাতে মাছ! কলকাতায় ‘আমার বস’-এর শুটিংয়ে বাঙালিয়ানা রাখি গুলজারের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

রোহমনের সঙ্গে বিচ্ছেদের মাসখানেক পরই ফেরার ললিত মোদির সঙ্গে নাম জড়িয়েছিল সুস্মিতা সেনের। কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। এমনকী ‘গোল্ড ডিগার’ বলে কটুক্তিও শুনতে হয় অভিনেত্রীকে। এবার রোহমন শলের সঙ্গে ছবি দিয়েই কি নিজের প্রেমজীবনের অবস্থান স্পষ্ট করলেন সুস্মিতা সেন? সময়েই মিলবে সেই উত্তর।

[আরও পড়ুন: দক্ষিণীকন্যার বেশে প্রেমিক শিখরের সঙ্গে তিরুপতি দর্শন জাহ্নবীর, সামনেই বিয়ে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement