Advertisement
Advertisement

Breaking News

Sushmita Sen

চোখে চোখে কথা, ঠোঁটে মাখা প্রেম, ফের প্রাক্তনের প্রেমে হাবুডুবু সুস্মিতা!

পুরনো প্রেমিককে কি আর সহজে ভোলা যায়!

Sushmita Sen New Instagram post goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 11, 2023 9:02 pm
  • Updated:May 11, 2023 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো প্রেমিককে কি আর সহজে ভোলা যায়? সেই প্রেম হয় ট্রু লাভ, তাহলে তা ভোলা খুব কঠিন। ঠিক সেরকমটাই ঘটেছে সুস্মিতা সেনের সঙ্গে। কিছুতেই প্রাক্তন প্রেমির রোহমনকে ভুলতে পারছেন না। আর সেই কারণেই সুস্মিতার জীবনে ফের জায়গা করে নিয়েছেন রোহমন। কখনও একসঙ্গে এক্সারসাইজ, কখনও আবার একসঙ্গে ফিল্মি পার্টিতে রোহমনকে একেবারেই কাছ করছেন না তিনি। আর তার প্রমাণ ইনস্টাগ্রামে শেয়ার হওয়া রোহমন ও সুস্মিতার নতুন ছবি। যেখানে পাশাপাশি বসে, চোখে চোখ রেখে কথা বলতে দেখা গেল রোহমন ও সুস্মিতাকে। এই ছবি শেয়ার করে সুস্মিতা লিখলেন, সুন্দর ছবি। সঙ্গে চুমুর ইমোজি।

Advertisement

[আরও পড়ুন: ‘স্টার বলেই কাঠগড়ায় তোলা যাবে না’, সাংবাদিক নিগ্রহের মামলায় রেহাই পেলেন সলমন ]

গত বছরের শেষে কাশ্মীরি মডেল রোহমনের সঙ্গে সম্পর্কে ইতি টেনে খবরে আসেন সুস্মিতা। অভিনেত্রী জানিয়ে ছিলেন, রোহমনের সঙ্গে বন্ধুত্ব থাকবে। সেই সময় খবরে এসেছিল বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও রোহনের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। যার আসল কারণ অবশ্য জানা যায়নি। তবে সেই তিক্ততা যে মিটেছে তা স্পষ্ট রোহমনের ফিরে আসার ঘটনার মধ্যেই।

[আরও পড়ুন: একটাও ছবি মুক্তি পায়নি, অথচ নামী প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর! সমালোচিত সুহানা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement