Advertisement
Advertisement

Breaking News

Sushmita Sen

ললিত মোদি অতীত, সুস্মিতার জীবনে ফিরে এলেন প্রাক্তন প্রেমিক রোহমন!

একসঙ্গে নিয়মিত শরীরচর্চাও করছেন রোহমন ও সুস্মিতা।

Sushmita Sen gives 'kisses' and works out with ex Rohman Shawl| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 5, 2023 3:02 pm
  • Updated:April 5, 2023 3:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল সময়ে তো পাশে থাকে সবাই। তবে যে আপনার খারাপ সময়ে পাশে থাকে সেই তো আপন! হ্য়াঁ, সুস্মিতা সেন কিন্তু সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আর তাই তো পুরনো প্রেমিক রোহমনকে জীবনে ফিরিয়ে আনলেন সুস্মিতা। কারণ, অসুস্থ অবস্থায় এই রোহমনকেই পাশে পেয়েছিলেন তিনি।

সম্প্রতি সুস্মিতার অ্য়াঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। তাঁর বুকে বসেছে স্টেন্ট। এই সময়টা সুস্মিতার ছায়াসঙ্গী ছিলেন রোহমন শল। এমনকী, হাসপাতাল থেকে ফেরার পর সুস্মিতাকে সামলেছেন রোহমন। এমনকী, ধীরে ধীরে সুস্মিতাকে সুস্থ করতেও সাহায্য করেছেন তিনি। সুস্মিতা এখন শুটিং করছেন। ফিরেছেন কাজে। শরীরচর্চাও করছেন নিয়মিত। আর এ ব্যাপারে সুস্মিতার সঙ্গী রোহমন।

Advertisement

[আরও পড়ুন:  ‘War 2’-এর নয়া চমক, এবার হৃতিকের সঙ্গে দ্বৈরথে দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র!]

সম্প্রতি সুস্মিতা সেন তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে রোহমনের সঙ্গে সুস্মিতা শরীরচর্চা ব্যস্ত। সেই ভিডিও শেয়ার করে সুস্মিতা ভালবাসা পাঠালেন রোহমনকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

এই ভিডিও দেখেই নেটিজেনরা মনে করছেন সুস্মিতার জীবনে রোহমন ফিরে এসেছে। প্রসঙ্গত, সম্পর্ক নিয়ে বরাবরই স্পষ্টভাবে কথা বলতে ভালবাসেন সুস্মিতা সেন (Sushmita Sen)। এ বিষয়ে কখনই লুকোছাপা পছন্দ নয় তাঁর। সম্পর্কে থাকলেও, প্রকাশ্যে বলেন। সম্পর্কের ভাঙনের পরও সবার সামনে তা তুলে ধরেন।

গত বছরের শেষে কাশ্মীরি মডেল রোহমনের সঙ্গে সম্পর্কে ইতি টেনে খবরে আসেন সুস্মিতা। অভিনেত্রী জানিয়ে ছিলেন, রোহমনের সঙ্গে বন্ধুত্ব থাকবে। সেই সময় খবরে এসেছিল বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও রোহনের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। যার আসল কারণ অবশ্য জানা যায়নি। তবে সেই তিক্ততা যে মিটেছে তা স্পষ্ট রোহমনের ফিরে আসার ঘটনার মধ্য়েই।

[আরও পড়ুন: নগ্ন ছবি পর্নসাইটে ছড়ানোর হুমকি! ‘শিবপুর’ সিনেমার প্রযোজকের মেল প্রকাশ করলেন স্বস্তিকা ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement