Advertisement
Advertisement
Sushant Singh Rajput

সুশান্তের মৃত্যুর ৩ বছর, এখনও চার্জশিট দিতে পারল না সিবিআই!

এমন অনেক বিষয় আছে যার উত্তর এখনও মেলেনি।

Sushant Singh Rajput's third death anniversary, CBI yet to file chargesheet or close case | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 14, 2023 9:50 am
  • Updated:June 14, 2023 9:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ জুন ২০২০ থেকে ১৪ জুন ২০২৩। তিন তিনটে বছর পার হয়ে গেল সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর। আজও তাঁর মিষ্টি হাসি অনুরাগীদের মনে অমলিন। তবে সুশান্তের মৃত্যু নিয়ে ধন্ধ এখনও কাটেনি। তিন বছরেও অভিনেতার মৃত্যু মামলায় চার্জশিট দিয়ে উঠতে পারেনি সিবিআই। মামলার দ্রুত নিষ্পত্তিরও কোনও আশা দেখা যাচ্ছে না।

Sushant 1

Advertisement

২০২০ সালে বান্দ্রার ফ্ল্যাট থেকে যখন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার তাঁর বয়স ছিল ৩৪। প্রথমে মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সে সময় ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যার তত্ত্বের উপরই জোর দেওয়া হয়। এরপরই সুশান্তের পরিবারের পক্ষ থেকে রিয়া চক্রবর্তী-সহ পাঁচজনের বিরুদ্ধে পাটনা পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সে বছরের জুলাই মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট আর্থিক তছরুপের বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। ২০২০ সালের ১৯ আগস্ট সুপ্রিম কোর্ট সিবিআইকে সুশান্ত মৃত্যুর মামলার দায়িত্ব নেওয়ার অনুমোদন দেয়।

[আরও পড়ুন: অজান্তে যৌনকর্মীর সঙ্গে লিভ-ইন! আত্মহত্যার চেষ্টা ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেতার]

সিবিআই মামলার তদন্ত শুরু করার পর সুশান্তের ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট নতুন করে খতিয়ে দেখেন এইমসের বিশেষজ্ঞরা। জানানো হয়, অভিনেতার শরীরে অস্বাভাবিক কোনও লক্ষ্মণ দেখা যায়নি। সংস্থার ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত জানিয়ে দেন, আত্মহত্যাই করেছেন বলিউড অভিনেতা। কিন্তু তারপরও সিবিআই আরও কয়েকটি বিষয় খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই তদন্তের চার্জশিট এখনও জমা পড়েনি।

Sushant 1

এদিকে সুশান্তের মৃত্যুর পর মাদক যোগ নিয়ে তদন্ত শুরু করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। মাদক মামলাতেই রিয়া ও তাঁর ভাই সৌভিককে গ্রেপ্তার করা হয়েছিল। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু মাদক মামলার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও স্পষ্ট যোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মুম্বই পুলিশের কমিশনার পরমবীর সিং বলেছিলেন, সুশান্ত গুগলে ‘বাইপোলার ডিজঅর্ডার’, ‘স্কিৎজোফ্রেনিয়া’, ‘যন্ত্রণাহীন মৃত্যু’র বিষয়ে খোঁজ করেছিলেন। তাহলে অভিনেতা মানসিক অবস্থা কতটা খারাপ ছিল? এই বিষয়টিও খুব একটা পরিষ্কার হয়নি।

[আরও পড়ুন: সানিপুত্র করণ দেওলের ‘রোকা’ সম্পন্ন, নাতির খুশিতে তুমুল নাচ ধর্মেন্দ্রর, ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement