সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষমেশ হয়তো দেখা হবে অন্যলোকে! হ্যাঁ, ঠিক এমনটাই মনে হতে পারে। কারণ, সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার পর থেকেই তাঁর সবচেয়ে প্রিয় পাত্র তাঁর পোষ্য সুশান্তের অপেক্ষাতেই দিন কাটাচ্ছিল। অবশেষে সেই অপেক্ষা যেন শেষ হল। সুশান্তের প্রিয় পোষ্য ফাজ পাড়ি দিল সুশান্তের কাছে। মঙ্গলবার সুশান্তের দিদি প্রিয়াঙ্কা টুইট করে জানিয়ে দিল, ‘ফাজ আর নেই!’
সুশান্তের সঙ্গেই মুম্বইয়ের ফ্ল্যাটে থাকত ফাজ। শুটিং থেকে বাড়ি ফিরে ফাজের সঙ্গে সময় কাটাতেন অভিনেতা। সেই ভিডিও, ছবি, বহুবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সুশান্ত। সেই ফাজও আজ নেই। সুশান্তের প্রয়াণের পর খবরে এসেছিল ফাজ। কীভাবে সুশান্তকে হারিয়ে সেও ভেঙে পড়েছিল তাও প্রকাশ্যে এসেছিল। অনুরাগীরা বলছেন, অবশেষে সুশান্তের কাছে গিয়েই হয়তো শান্তি পেল তাঁর প্রিয় ফাজ।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য ছিল। তাঁর মৃত্যু যে স্বাভাবিক নয়, সে সময় এই নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠেছিল। তবে এবার সুশান্ত সিংয়ের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মর্গের এক কর্মী।
মর্গের কর্মীর নাম রূপকুমার শাহ। সংবামাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ওই দিন পাঁচটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়। আমরা শুনেছিলাম, তার মধ্যে একটি নামজাদা কারও। আমরা ময়নাতদন্ত করতে গিয়ে জানতে পারি, সেটি সুশান্তের দেহ। ওঁর সারা গায়ে বেশ কিছু ক্ষত চিহ্ন ছিল। আর গলা-ঘাড়ের কাছেও তিনটি দাগ ছিল। মৃতদেহের ময়নাতদন্তের ভিডিও রেকর্ড হওয়ার কথা। কিন্তু উচ্চপদস্থরা বলেন, শুধু স্টিল ছবিই তোলা হবে। আমরা সেভাবেই কাজটি করি।’
রূপকুমার আরও বলেন, ‘আমি যখন প্রথম সুশান্তের মৃতদেহ দেখি, আমার মনে হয়, এটি মোটেই আত্মহত্যা নয়, ওঁকে খুন করা হয়েছে। আমি সে কথা, আমার উচ্চপদস্থকে জানাইও। তার পরে আর ঊর্ধ্বতন আমায় বলেন, দ্রুত ছবি তুলে কাজ সেরে মৃতদেহ পুলিশকে দিয়ে দিতে। আর তাই শুধুমাত্র রাতেই আমরা ময়নাতদন্ত করতে পেরেছিলাম।’
So long Fudge! You joined your friend’s Heavenly territory… will follow soon! Till then… so heart broken 💔 pic.twitter.com/gtwqLoELYV
— Priyanka Singh (@withoutthemind) January 16, 2023
২০২০ সালের ১৪ জুন গোটা বিশ্বকে চমকে দিয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যর খবর। প্রথমে রটে গেল সুশান্ত সিং রাজপুত নাকি আত্মহত্যা করছেন। তবে দিন এগোতেই সামনে আসতে থাকল একের পর নতুন তথ্য। সুশান্তের মৃত্যুর নেপথ্যে রয়েছেন বান্ধবী রিয়া চক্রবর্তী, এমনও অভিযোগ উঠেছিল। এরপর মাদকাণ্ডে জড়িয়ে রিয়ার হাজতবাসও হয়। তবে পরে রিয়া জামিন পান। সম্প্রতি ফারহান আখতারের বিয়েতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে বলিউড এগিয়ে চললেও, কেন সুশান্তের মৃত্যুর দু বছর পরেও, তাঁর মৃত্যু রহস্যের সমাধান ঘটেনি! অনুরাগীদের এই বিষয়টিই বার বার ভাবিয়ে তুলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.