Advertisement
Advertisement

Breaking News

সুশান্ত সিং রাজপুত

হুবহু সুশান্তের মতো দেখতে! হাঁটছেন-নাচছেন, জানেন ইনি কে?

ভাইরাল ব্যক্তিকে নিয়ে শোরগোল নেটপাড়ায়!

Sushant Singh Rajput's look a like man went viral in social media
Published by: Sandipta Bhanja
  • Posted:July 8, 2020 9:16 pm
  • Updated:July 8, 2020 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর পর ২৪ দিন কেটে গেলেও অনুরাগীদের মনে তিনি এখনও সমুজ্জ্বল। কিছুতেই সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুশোক ভুলতে পারছেন না তাঁরা। আর প্রয়াত অভিনেতার রহস্যমৃত্যু নিয়ে যখন এত শোরগোল চারদিকে, ঠিক তখনই নেটপাড়ায় ভাইরাল হলেন সচিন তিওয়ারি নামে এক ব্যক্তি। যাঁর চেহারা হুবহু মিলে যায় সুশান্তের সঙ্গে। দু’জনের নামের আদ্যাক্ষরও ‘স’। সচিনের ছবি নেটিজেনদের চোখে পড়তেই হু-হু করে ভাইরাল হয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় একেবারে রাতারাতি স্টার হয়ে যান সচিন।

সুশান্তের মৃত্যুর পরই সচিনের আর্বিভাব। আর অভিনেতার সঙ্গে মুখের অনেকটা মিল থাকায় ইন্সটাগ্রামেও সচিনের ফলোয়ারের সংখ্যা একধাক্কায় ১০ হাজারের বেশি ছাড়িয়েছে। ইতিমধ্যে সচিনের ছবির কমেন্ট বক্সে মেসেজের বন্যা বয়ে গিয়েছে। ভালোবাসা আর প্রশংসার সাগরে ভাসছেন ওই যুবক। আর এই ঘটনায় একপ্রকার ঘাবড়েই গিয়েছেন সচিন তিওয়ারি। তবে এই মুহূর্ত তিনি যে তাড়িয়ে তাড়িয়ে বেশ উপভোগ করছেন, তা বললেও ভুল হবে না বইকী! 

Advertisement

[আরও পড়ুন: ‘কীসের এত তাড়া ছিল, নিজে সিনেমা বানালে না কেন?’, জন্মদিনেও সুশান্তকে নিয়ে আক্ষেপ সৌরভের]

কিন্তু নেটদুনিয়ায় সচিনকে নিয়ে এতটা মাতামাতি হওয়া মোটেই পছন্দ করছেন না সুশান্ত-অনুরাগীরা। এ বিষয়ে বেশ কয়েকজন সুশান্ত ভক্তরা গর্জে উঠেছেন। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট ব্যক্তি অভিনেতার মতো অনেকটা দেখতে হলেও তিনি কোনওভাবেই সুশান্তের জায়গা দখল করতে পারবেন না। সুশান্ত তাঁদের ভালবাসার মানুষ ছিলেন। এমন মন্তব্য করেও অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন।

[আরও পড়ুন: গোটা পরিবার একসঙ্গে থাকবে, আয়ুষ্মানরা কত কোটি টাকায় বাড়ি কিনলেন জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement