সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) ছাড়লেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। সোমবার ফের জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রেমিকাকে।
Mumbai: Rhea Chakraborty has been summoned by the NCB tomorrow to join the investigation in #SushantSinghRajput death case. https://t.co/Dwarwj2Jyz
— ANI (@ANI) September 6, 2020
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর ঘটনায় মাদক যোগের তদন্তে ইতিমধ্যেই রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী (Showik Chakraborty), সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্ত এবং হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে (Samual Miranda) গ্রেপ্তার করেছে NCB। গ্রেপ্তার করা হয়েছে করণ অরোরা, আব্বাস লাখানি, জায়েদ ভিলাত্রা, আবদুল বসিত ও কেইজান ইব্রাহিমকেও। রবিরার সকালে রিয়ার বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। সকালেই রিয়াকে সমন দেওয়া হয়। সাড়ে দশটা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য হাজির থাকতে বলা হয়। শোনা গিয়েছে, সৌভিক, স্যামুয়েল এবং দীপেশের সঙ্গে বসিয়ে রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিয়া এবং সৌভিকের হোয়াটসঅ্যাপ (Whatsapp) চ্যাট নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের সামনে সৌভিককে দিয়ে মাদক আনানোর কথা নাকি স্বীকার করে নিয়েছেন রিয়া। তবে সেই মাদক সুশান্তের জন্যই আনানো হত না অন্য কারও জন্য, সে বিষয়ে কিছু জানাননি রিয়া। সোমবার রিয়াকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই রিয়ার আইনজীবী সতীশ মানেশিণ্ডে তাঁর গ্রেপ্তারির জল্পনা প্রসঙ্গে মন্তব্য করেছেন, “উইচ-হান্টের এই খেলায় রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হতে তৈরি। যদি কাউকে ভালবাসা অপরাধ হয়, তাহলে তিনি এর পরিণাম ভুগতে তৈরি। নিরপরাধ হয়েও তিনি বিহার পুলিশ, সিবিআই, ইডি, এনসিবি কোনও মামলায় আদালতে অগ্রিম জামিনের জন্য আরজি জানাননি।”
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআইয়ের (CBI) বিশেষ দল। রবিবার DRDO গেস্ট হাউসে সুশান্তের দিদি মীতু সিংকে (Mitu Singh) ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। শোনা গিয়েছে, AIIMS-এর ফরেনসিক রিপোর্ট আসার পরই সুশান্ত মামলায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Maharashtra: #SushantSinghRajput‘s sister Mitu Singh leaves DRDO guest house in Mumbai. https://t.co/Av96VS6XVH pic.twitter.com/gnftPlF5tD
— ANI (@ANI) September 6, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.