সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার মাসের বেশি হয়ে গেল। একাধিক সরকারি সংস্থার তদন্ত সত্ত্বেও সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মামলার চূড়ান্ত সিদ্ধান্তে এখনও পৌঁছানো সম্ভব হয়নি। সুশান্তের বিচারের দাবিতে শনিবার সরব হয়েছিলেন তাঁর কলকাতার অনুরাগীরা। আয়োজন করা হয়েছিল পদ যাত্রার। সেন্ট্রাল পার্কে করা হয়েছিল জমায়েত। আর সেই সুবাদেই নেটদুনিয়ার ট্রেন্ডিং ‘কলকাতা চল এসএসআর’ (#KolkataChalo4SSR) হ্যাশট্যাগ।
আগে থেকে পরিকল্পনা করেই এই আয়োজন করা হয়েছিল। পদযাত্রার অগ্রভাগে ছিলেন সুশান্তের বন্ধু তথা বলিউডের কোরিওগ্রাফার গণেশ হিওয়ারকর (Ganesh Hiwarkar)। এদিন সকাল আটটা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত সুশান্ত অনুগামীদের প্রয়াত অভিনেতার বিচারের দাবিতে জমায়েত হওয়ার আবেদন জানানো হয়েছে। সেই কারণেই টুইটারে ট্রেন্ডিং হয় #KolkataChalo4SSR। অনেকেই এই হ্যাশট্যাগ দিয়ে আপলোড করেছেন ছবি ও ভিডিও।
Share it as much as you can ! As I said, the Roar and demand has to reach at every nook and Corner of KOLKATA along with WHOLE OF THE INDIA !!
Leaders of BIHAR,Wake UPPPP !! @nitishkumar @iChiragPaswan @yadavtejashwi @pappuyadavjapl @PMOIndia @HMOIndia #KolkataChalo4SSR pic.twitter.com/EVabz1bN9J
— 🦋#JusticeForSushantSinghRajput (@rupali0023) October 17, 2020
Wake up, wake up Kolkata..
Show the unity of Bengal…Makes The biggest protest For Our Sushant❤️
গর্জে ওঠো কোলকাতা…
We must get Proper Justice..@smitaparikh2@GHiwarkar @iujjawaltrivedi @TimesNow @Republic_Bharat#KolkataChalo4SSR pic.twitter.com/QmaQcrO9Zt— Guha Thakurta Shalini (@TotonsJunction) October 17, 2020
সুশান্তের মৃত্যুর পর থেকেই তাঁর বিচারের দাবিতে সারা দেশ ঘুরে অন্দোলন চালিয়ে যাচ্ছেন গণেশ। স্বাধীনতা দিবসে দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। সুশান্তের মৃত্যুর চার মাস পূর্তিতে পাটনার পদযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন গণেশ। এবার কলকাতার অনুরাগীদের একত্র করলেন।
Kolkata’s Josh Is Very High🔥✊ We want to see Sushant’s murderer hanging, no matter how big a person he/she is?@AmitShahOffice @PMOIndia #KolkataChalo4SSR pic.twitter.com/4PM2hdPTFd
— JUSTICE FOR SUSHANT❤️🙏🏻 (@sushwasmurdered) October 17, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.