সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর তদন্তে ঢিলেমি করছে সিবিআই (CBI)। কেন এখনও AIIMS-এর ফরেনসিক বিশেষজ্ঞদের কাছ থেকে ভিসেরা রিপোর্ট সংগ্রহ করা হল না? এসব অভিযোগ, প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এবার সিবিআই তদন্তে গতি আনা এবং অবিলম্বে ভিসেরা রিপোর্ট সংগ্রহের দাবিতে অনশনে যাওয়ার কথা ঘোষণা করলেন সুশান্তের প্রাক্তন কর্মী অঙ্কিত আচার্য (Ankit Acharya) এবং তাঁর বন্ধু গণেশ হাইওয়াড়কর (Ganesh Hiwarkar)।
মামলা নথিভুক্ত হওয়ার পর থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগ খতিয়ে দেখতে তৎপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়া চক্রবর্তী-সহ (Rhea Chakraborty) ১৮ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সারা আলি খান (Sara Ali Khan), শ্রদ্ধা কাপুর (Shradhha Kapoor) এবং রকুলপ্রীত সিংদের (Rakul Preet Singh) মতো হাই প্রোফাইল বলিউড তারকাদের জিজ্ঞাসাবাদও সেরে ফেলেছে NCB।
ওদিকে আবার আর্থিক তছরুপের বিষয়টি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু সিবিআই এখনও পর্যন্ত AIIMS-এর চিকিৎসকদের হাত থেকে ভিসেরা রিপোর্ট সংগ্রহ করতে পারল না। তার প্রতিবাদে আগামী ২ অক্টোবর থেকে ৩ দিনের অনশন করবেন বলে জানিয়েছেন গণেশ এবং অঙ্কিত। দিল্লি পুলিশের অনুমতি পেলে রাজধানীর গান্ধী মূর্তির পাদদেশে এই অনশন তাঁরা করবেন। তা নইলে মুম্বই পুলিশের কাছ থেকে মুম্বইয়ে অনশন করার অনুমতি চাইবেন। কোনও তরফে অনুমতি না পেলে বাড়িতেই অনশন করবেন বলে দৃঢ়প্রতিজ্ঞ দু’জন।
এদিকে সমালোচনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাদার ভাবেই সুশান্ত মামলার তদন্ত করা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কোনওদিকই উপেক্ষিত নয়।
The Central Bureau of Investigation (CBI) is conducting professional investigation related to death of #SushantSinghRajput in which all aspects are being looked at and no aspect has been ruled out as of date. Investigation is continuing: CBI pic.twitter.com/9FG1bNJNSs
— ANI (@ANI) September 28, 2020
AIIMS-এর নিরপেক্ষ রিপোর্টের দাবিতে সরব হয়েছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তিও (Shweta Singh Kirti)। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #AIIMSBeFairWithSSRReport। সেই স্ক্রিন শট শেয়ার করেছেন তিনি।
Trending 🙏#AIIMSBeFairWithSSRReport pic.twitter.com/Dr48dK04mR
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) September 28, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.