সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের ভার সিবিআইকে (CBI) দেওয়া হবে না। বুধবার এমনটাই জানিয়ে দিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যুর সঠিক তদন্ত হোক। অনুরাগী থেকে বিধায়ক, মন্ত্রী অনেকেই এমন অনুরোধ জানিয়েছেন। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দপ্তর পর্যন্তও সেই আবেদন পৌঁছে গিয়েছিল। কিন্তু ইতিবাচক ফল মেলেনি। এবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, অভিনেতার মৃত্যুর তদন্ত সিবিআইকে দেওয়া হবে না। তাঁর কথায়, “স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে জানাতে চাই মুম্বই পুলিশ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে। তাই তদন্তের ভার তাদের হাত থেকে সিবিআইকে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না।”
এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে বিষয়টির স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছিলেন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান। গত সোমবারই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের ছেলে পার্থ পওয়ারও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সিবিআই তদন্তের দাবিতে লিখিত অনুরোধ জানিয়েছিলেন। এমনকী রিয়া চক্রবর্তীও সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রক নিজেদের অবস্থান আজ একপ্রকার পরিষ্কারই করে দিল।
অনিল দেশমুখের এমন ঘোষণায় একেবারেই খুশি নন সুশান্তের অনুরাগীরা। কারণ যত দিন যাচ্ছে, ততই মৃত্যুর তদন্তে আসছে নতুন নতুন মোড়। মুম্বই পুলিশ যখন বলিউডের একের পর এক নামী পরিচালক, প্রযোজকদের ডেকে জিজ্ঞাসাবাদ করছে, ঠিক সেই সময়ই বোমা ফাটান প্রয়াত অভিনেতার বাবা। ছেলের মৃত্যুর জন্য কাঠগড়ায় তোলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। ছেলের প্রাক্তন বান্ধবীর বিরুদ্ধে ১৬ দফা অভিযোগ তুলে মঙ্গলবার পাটনার রাজীব নগর থানায় অভিযোগ দায়ের করেন বাবা কৃষ্ণকুমার সিং। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৫০৬ এবং ৩০৬ ধারায় রিয়ার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ইতিমধ্যেই আবার সুশান্তের পরিবারের আইনজীবীর অভিযোগ, মুম্বই পুলিশেরই কেউ রিয়াকে বাঁচানোর চেষ্টা করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.