Advertisement
Advertisement

Breaking News

Sushant Singh Rajput

সুশান্তকাণ্ডে সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত বিহার, আদেশনামা না পেয়ে মন্তব্য করবে না মহারাষ্ট্র

সুপ্রিম কোর্টের রায়ের পর কী বললেন রিয়া চক্রবর্তীর আইনজীবী?

Sushant case: Bihar and Maharashtra reaction on SC delivers verdict
Published by: Suparna Majumder
  • Posted:August 19, 2020 1:46 pm
  • Updated:August 19, 2020 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সিবিআই। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর দু’মাস পর তাঁর মৃত্যুর তদন্তভার সিবিআইকে দিল সুপ্রিম কোর্ট। বুধবার সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সুশান্তের মৃত্যু নিয়ে দেশের যে কোনও প্রান্তের যে কোনও এফআইআরের তদন্ত সিবিআই-ই করবে। সুপ্রিম কোর্টের রায়ে খুবই খুশি সুশান্তের পরিবার। জানিয়েছেন সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং। তবে রায় আসার পরই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। ফের শুরু হয়েছে বিহার বনাম মহারাষ্ট্রের লড়াই।

[আরও পড়ুন: অবশেষে সুশান্তের মৃত্যুরহস্যে CBI তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট]

বলিউডের গণ্ডি ছাড়িয়ে অনেকদিন আগেই রাজনৈতিক ও প্রশাসনিক স্তরের তরজায় পরিণত হয়েছে সুশান্তের মৃত্যুর ঘটনা। প্রথমে মুম্বই পুলিশ তদন্ত শুরু করলেও সুশান্তের বাবার এফআইআরের ভিত্তিতে বিহার পুলিশ নিজের মতো করে তদন্ত করতে শুরু করে। এরই মধ্যে আবার আর্থিক তছরুপের অভিযোগে মামলা শুরু করে ইডি। তবে লড়াই মূলত বিহার ও মহারাষ্ট্রের মধ্যে শুরু হয়ে যায়। একদিকে মহারাষ্ট্রে ক্ষমতায় থাকা শিব সেনা সরকার দাবি করে, মুম্বই পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে, অন্যদিকে বিহারের পক্ষ থেকে এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান সিবিআই (CBI) তদন্তের পক্ষে সওয়াল করতে থাকেন। বিহার পুলিশের ডিজি মুম্বই পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হতেও দ্বিধাবোধ করেননি।

Advertisement

বুধবার সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পরই উচ্ছ্বসিত চিরাগ পাসওয়ান (Chirag Paswan)। রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, “এবার সত্য সামনে আসবে। আর সেই সমস্ত নামও প্রকাশ্যে আসবে যারা তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন।” রায়কে স্বাগত জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদবও।

 

“বিহার পুলিশ আইন ও সংবিধান মেনেই কাজ করছিল। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাহায্যেই সুশান্ত মামলা এতদূর এগোতে পারল। বিহারের মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করার যোগ্য নন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)।” এই ভাষাতেই রায় নিয়ে কথা বলেছেন বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে (Gupteshwar Pandey)।

 

[আরও পড়ুন: ‘আমার জন্য প্রার্থনা করুন’, হাসপাতালে ভরতি হওয়ার আগে অনুরাগীদের বার্তা সঞ্জয়ের]

উলটোদিকে মহারাষ্ট্রের পুলিশ কমিশনার পরমবীর সিং জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশনামা হাতে এলেই এ বিষয়ে মন্তব্য করা সম্ভব। একই সুরে কথা বলেছেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut) এবং মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ (Anil Deshmukh )। এ প্রসঙ্গে মহারাষ্ট্র সরকারকে বিঁধতে কার্পণ্য করেননি রাজ্যের বিরোধী নেতা দেবেন্দ্র ফড়ণবিস ( Devendra Fadnavis)। যেভাবে সুশান্ত মামলার তদন্ত মুম্বই পুলিশ করেছে, তা সরকারের খতিয়ে দেখা উচিত বলে জানিয়েছেন তিনি।

 

 

 

এদিকে রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিণ্ডে জানিয়েছেন, সত্য একই থাকবে। মুম্বই পুলিশ, ইডির মতো সিবিআই তদন্তেও সহযোগিতা করবেন রিয়া। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement