Advertisement
Advertisement
Aishwarya Rai Bachchan

‘ঐশ্বর্যের ছায়াও যেন জীবনে না পড়ে’, ছেলে বিবেককে সাবধান করেছিলেন সুরেশ ওবেরয়!

ঐশ্বর্যকে নিয়ে কেন এমন কথা বলেছিলেন সুরেশ?

suresh oberoi on Aishwarya Rai Bachchan and his son vivek oberoi relationship| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 20, 2023 1:28 pm
  • Updated:December 20, 2023 1:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐশ্বর্য-অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে বচ্চন পরিবারে তুমুল অশান্তি। রটেছে, অশান্তির চোটে ঐশ্বর্য নাকি ইতিমধ্যেই আরাধ্যাকে নিয়ে বাড়ি ছেড়েছেন। এমনকী, হাত থেকে খুলে ফেলেছেন বিয়ের আংটিও। তবে এই গুঞ্জনের মাঝেই মেয়ের স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বর্য ও অভিষেক। সেই ভিডিও ভাইরাল। তাহলে কী সত্য়িই বিবাহবিচ্ছেদের পথে এই দুই তারকা? নাকি অশান্তির ইতি ঘটেছে?

হাজার হাজার প্রশ্নের মাঝে হঠাৎই ভাইরাল হল ঐশ্বর্যর প্রাক্তন প্রেমিক বিবেক ওবেরয়ের বাবা অভিনেতা সুরেশ ওবেরয়ের একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে ঐশ্বর্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সুরেশ।

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তনই ‘প্রকৃত বন্ধু’ ঐশ্বর্যর! বচ্চন পরিবারের অশান্তির জল্পনার মাঝেই ভাইরাল ভিডিও]

ভাইরাল হওয়া পুরনো সাক্ষাৎকারে সুরেশ জানিয়েছিলেন, ঐশ্বর্যর সঙ্গে বিবেকের যে প্রেম রয়েছে সেটা আমি জানতাম না। আমাকে প্রথম এই প্রেমের কথা বলেন পরিচালক রামগোপাল ভার্মা। তার পরেই আমি বিবেককে বুঝিয়ে ছিলাম, ঐশ্বর্যর থেকে দূরে থাকতে। কিন্তু বিবেক কথা শোনেননি।

কিন্তু হঠাৎ কেন বিবেককে এমন কথা বলেছিলেন সুরেশ ওবেরয়?

নিন্দুকরা বলেন, সলমনকে ছাড়ার পর বিবেকের প্রেমে মজেছিলেন ঐশ্বর্য। সেই কারণেই নাকি বিবেকের প্রতি ক্ষোভ জমেছিল সলমনের। বিবেকের কেরিয়ার নষ্ট করার পিছনে নাকি সলমনের হাত রয়েছে। এই ভয়টাই নাকি পেয়েছিলেন সুরেশ। তাই আগাম সাবধান করেছিলেন ছেলেকে।

[আরও পড়ুন: শাহরুখপত্নী গৌরীকে ইডির নোটিস! কী জানাল কেন্দ্রীয় সংস্থা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement