Advertisement
Advertisement

Breaking News

ভোটে দাঁড়াতেই কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ কংগ্রেস নেত্রীর! পালটা দিলেন ‘ক্যুইন’

কী বললেন কঙ্গনা?

Supriya Shrinate over 'disgusting comment' on Kangana Ranaut
Published by: Akash Misra
  • Posted:March 25, 2024 10:22 pm
  • Updated:March 26, 2024 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিজেপি টিকিট দিলে লোকসভা ভোটে লড়তে চাই’, খোলাখুলি ঘোষণা করেছিলেন কঙ্গনা রানাউত। আর রবিবারেই পেয়ে গেলেন উপহার। নিজের জন্মভূমি হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন বলিউড অভিনেত্রী। এ যেন কঙ্গনার বহুদিনের স্বপ্নপূরণ। তবে কঙ্গনা যেখানে থাকবে, বিতর্ক উঠবে সেখানেই। আর তাই তো বিজেপির টিকিট পাওয়া মাত্রই কঙ্গনার দিকে ধেয়ে এল কটাক্ষ। বলিউডের ক্যুইনকে ‘যৌনকর্মী’র সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ।

সুপ্রিয়া শ্রীনাথ এদিন কঙ্গনা রানাউতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই ছবিতে অভিনেত্রীকে খোলামেলা পোশাক পরে দেখা গিয়েছে। সাদা রঙের বিকিনি পরা কঙ্গনার ছবি পোস্ট করে নেত্রী এদিন লেখেন, ‘মান্ডিতে কী দাম চলছে এখন একটু বলবেন?’ নেত্রীর এমন মন্তব্য থেকেই স্পষ্ট তিনি কঙ্গনাকে কোন চোখে দেখছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘অবলা কুকুর-বেড়ালদের রং মাখাবেন না’, বৃন্দাবনে দোল খেলার মাঝেই কড়া বার্তা স্বস্তিকার]

নেত্রীর এমন কাণ্ড নজরে এসেছে কঙ্গনারও। বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী বলে পরিচিত কঙ্গনা চুপ থাকেননি। বরং উচিত জবাব দিয়েছেন নেত্রীকে। কঙ্গনা সোশাল মিডিয়ায় লেখেন, ‘সম্মানীয় সুপ্রিয়া দেবী, আমার গত ২০ বছরের কেরিয়ারে আমি বিভিন্ন ধরনের মহিলাদের চরিত্রে অভিনয় করেছি। ক্যুইন ছবিতে সাধারণ একটি মেয়ে থেকে, ধাকড়ে দুর্দান্ত দেখতে চর, মণিকর্নিকায় ইশ্বর থেকে চন্দ্রমুখীতে ভূতের চরিত্রে অভিনয় করেছি। রাজ্জোতে বেশ্যার চরিত্রে অভিনয় করেছি, এমনকী থালাইভিতে নেত্রীর চরিত্রেও পর্দায় ধরা দিয়েছি।”

এই পোস্টে কঙ্গনা আরও লেখেন, ”গালিগালাজ করার জন্য যৌনকর্মীদের কথা না টানাই ভালো। প্রতিটা নারীর মর্যাদা প্রাপ্য।”

প্রসঙ্গত, হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চান বলে বছর দুয়েক আগেই এক সাক্ষাৎকারে ইচ্ছেপ্রকাশ করেছিলেন কঙ্গনা। সেই ইচ্ছাই পূরণ হল এবার। বরাবর বিজেপির হয়ে সুর চড়ান তিনি। এবার গেরুয়া শিবিরের টিকিটে সরাসরি নির্বাচনী ময়দানে বলিউডের ‘ক্যুইন’। বক্স অফিসে একের পর ফ্লপ কঙ্গনার বলিউড কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তারই মধ্যে এবার সক্রিয়ভাবে রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছেন অভিনেত্রী।

[আরও পড়ুন: রামরাজ্যেই প্রার্থী ‘রাম’ অরুণ গোভিল, বিজেপির টিকিটে লড়বেন কঙ্গনাও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement