Advertisement
Advertisement

Breaking News

Ranveer Allahbadia

দেশ ছাড়তে পারবেন না রণবীর এলাহাবাদিয়া, পাসপোর্ট ফেরতের আবেদন বাতিল সুপ্রিম কোর্টে

ফের শীর্ষ আদালতে 'ধাক্কা খেলেন' এলাহাবাদিয়া।

Supreme Court Rejects Ranveer Allahbadia’s Request For Passport Return
Published by: Sandipta Bhanja
  • Posted:April 1, 2025 6:44 pm
  • Updated:April 1, 2025 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৌদ্ধ সন্ন্যাসী পলগা রিনপোচের হাত ধরে নতুনভাবে পডকাস্ট শুরু করেছেন রণবীর এলাহাবাদিয়া। সুপ্রিম কোর্টের তরফে পডকাস্ট শুরু করার ছাড়পত্র পেলেও নিজের চিন্তাধারা নিয়ে জোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল মা-বাবাকে নিয়ে যৌনগন্ধী মন্তব্য করা এলাহাবাদিয়াকে। এবার ফের শীর্ষ আদালতে ‘ধাক্কা খেতে’ হল তাঁকে।

সম্প্রতি পাসপোর্ট ফেরত পাওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। মঙ্গলবার বিয়ার বাইসেপস-এর সেই আবেদন বাতিল করে আদালতের তরফে জানানো হয়, “‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে করা যৌনগন্ধী মন্তব্য নিয়ে তদন্ত এখনও জারি। সেটা আরও দু’ সপ্তাহ চলবে। তাই পাসপোর্ট এখনই ফেরত দেওয়া যাবে না।” অতঃপর তিনি যে এখনই দেশের বাইরে যেতে পারবেন না, সেটা স্পষ্ট। 

Advertisement

যৌনগন্ধী মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন রণবীর এলাহাবাদিয়া। তবে বিতর্কের ঝড় সামলে ফের কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যাত্রা শুরু করেছেন তিনি। রবিবার তাঁর নতুন ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। সেখানে রণবীর জানিয়েছেন, আগামী দিনে আরও দায়িত্ব নিয়ে ভিডিও বানাবেন। আপাতত তিনি নতুনভাবে গল্প লিখতে চাইছেন। সেজন্য সকলে যেন তাঁর পাশে থাকেন, নতুন ভিডিওতে এমনটাই আবেদন জনপ্রিয় বিয়ার বাইসেপস-এর। এরপরই সোমবার বৌদ্ধ সন্ন্যাসী পলগা রিনপোচের সঙ্গে পডকাস্টের ভিডিও প্রকাশ্যে আনেন তিনি।

গত ১ মাস নিজের ইউটিউবে নতুন কোনও ভিডিও প্রকাশ করেননি রণবীর। অবশেষে রবিবার ‘লেটস টক’ নামে মিনিট পাঁচেকের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে জানান, “এই কঠিন সময়ে অনেকেই ইতিবাচক থাকতে বলেছিলেন, তাঁদের ধন্যবাদ জানাই। গত ১০ বছর ধরে প্রত্যেক সপ্তাহেই আমি দু’তিনটে করে ভিডিও প্রকাশ করতাম। তবে খানিকটা জোর করেই একটা বিরতি নিয়েছি। ধ্যান, সাধনা, প্রার্থনা করে এই কঠিন সময়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেছি। আগামী দিনে যত ভিডিও বানাব, চেষ্টা করব আরও দায়িত্ব নিয়ে কাজ করার। এই বিরতির পর আমি আবার নতুন করে গল্প লেখার চেষ্টা করছি। আশা করি এই নতুন যাত্রায় সকলে আমার পাশে থাকবেন।”

উল্লেখ্য, একটা বিতর্কিত মন্তব্যের জেরেই রাতারাতি বদলে গিয়েছে রণবীর এলাহাবাদিয়ার জীবন! মা-বাবার যৌনতা নিয়ে ইউটিউবারের অশ্লীল রসিকতায় চটেছিল গোটা দেশ। একের পর এক কটাক্ষাবাণে হু হু করে কমে গিয়েছিল এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। ছিছিক্কার পড়ে যায় সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্রের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এবার ইউটিউবার হিসেবে প্রত্যাবর্তন করার পরও সেই বিতর্কের রেশ থামেনি। শীর্ষ আদালতের তরফে বাতিল করে দেওয়া হল রণবীর এলাহাবাদিয়ার পাসপোর্ট ফেরতের আবেদন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub