Advertisement
Advertisement

Breaking News

Rakhi Sawant

আদিলের গোপন ভিডিও ফাঁস করে বিপাকে রাখি, হতে পারেন গ্রেপ্তার!

এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন তিনি।

Supreme court rejected Rakhi Sawant's anticipatory Bail
Published by: Akash Misra
  • Posted:April 23, 2024 2:11 pm
  • Updated:April 23, 2024 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে পড়তে চলেছেন বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত। খবর অনুযায়ী, গ্রেফতারও হতে পারেন তিনি। প্রাক্তন স্বামী আদিল খান দুরানির গোপন ভিডিও ফাঁস করায়, রাখির নামে মামলা ঠুকেছিলেন আদিল। আর সেই মামলাতেই সুপ্রিম কোর্ট রাখিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাখির আত্মসমর্পণের পরেই তাঁর জামিনের আবেদনের শুনানি হবে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে রাখির প্রাক্তন স্বামী আদিল তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, ”আমি আজকে দারুণ খুশি। রাখির জামিনের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। রাখিকে নির্দেশ দিয়েছে চার সপ্তাহের মধ্যে আত্মসমপর্ণ করতে। রাখি এবার আত্মসমপর্ণ করো, না হলে গ্রেপ্তার হবে! ” শুধু তাই নয়, আদিলের দাবি দুবাইয়ে পালিয়ে গিয়েছেন রাখি। বিদেশের মাটিতে দিয়েছেন গা ঢাকা। 

Advertisement

গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়।

এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। জানান, তাঁর জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছ’মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। পায়ুকাম পর্যন্ত করেছে।

[আরও পড়ুন: কংগ্রেসের প্রচারে ‘পুষ্পা’ স্টার আল্লু অর্জুন! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ]

রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তাঁর একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, “এই দেখুন ৪৭ লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।” নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।

এর আগে আদিল বলেছিলেন, “রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারীসুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।” আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাঁকে নিকাহ করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়। কিন্তু আদিলের দাবি তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিও কল সেশনে রাখি তাঁর নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল।

[আরও পড়ুন: অমিতাভ না অভিষেক? ‘Kalki 2898 AD’র টিজার দেখে ধন্দে নেটিজেনরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement