Advertisement
Advertisement
Sushant Singh Rajput

অবশেষে সুশান্তের মৃত্যুরহস্যে CBI তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম রায়কে স্বাগত জানালেন অনুপম খের, অঙ্কিতা লোখাণ্ডে-সহ অনেকেই।

Supreme Court orders CBI probe in actor Sushant's death case
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2020 11:28 am
  • Updated:August 19, 2020 11:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। মৃত্যুর মাস দুয়েক পর অবশেষে সুশান্তের মৃত্যু রহস্য উন্মোচনের জন্য সিবিআই তদন্তের দাবিতে সিলমোহর বসালো সুপ্রিম কোর্ট। এযাবৎকাল অভিনেতার মৃত্যু নিয়ে বিহার কিংবা মহারাষ্ট্র পুলিশের মধ্যে কম তরজা হয়নি। তবে এবার সুপ্রিম কোর্ট বুধবার সকালে সাফ জানিয়ে দিল কোনও রাজ্য পুলিশ নয়, একমাত্র সিবিআইয়ের তরফেই সুশান্তের মৃত্যুর তদন্ত করা হবে। অতঃপর এতদিন বাদে অনুরাগীদের মনোবাঞ্ছা যে পূরণ হল, তা বলাই যায়।

পাটনার রাজীব নগরে সুশান্ত সিং রাজপুতের (Sushat Singh Rajput) বাবা কেকে সিংয়ের দায়ের করা অভিযোগ আইনতই ছিল। কারণ, পালটা মহারাষ্ট্র পুলিশের তরফে কোনওরকম চ্যালেঞ্জ করা হয়নি দায়ের করা সেই অভিযোগের ভিত্তিতে। সেকথাও জানাল দেশের শীর্ষ আদালত। এর পাশাপাশি মুম্বই পুলিশের তরফে সমস্ত প্রমাণ সংগ্রহ করে সিবিআইকে তদন্তের নির্দেশ জানালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম রায়কে স্বাগত জানালেন অভিনেতার দিদি কীর্তি সিং, অনুপম খের, অঙ্কিতা লোখাণ্ডেও।

Advertisement

মুম্বই পুলিশের তদন্তে সন্তুষ্ট নন! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুরহস্য তদন্তের ভার। এই দাবি তুলেই নেটদুনিয়াজুড়ে সরব হয়েছিলেন সুশান্ত-অনুগামীরা। দেশের আন্দোলন গড়িয়েছিল বিদেশ অবধি। তবে, সোশ্যাল মিডিয়ার সেই প্রতিবাদে চিঁড়ে ভেজেনি! বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের আবেদনে  সাড়া দিয়ে প্রধানমন্ত্রী মোদি সুপ্রিম কোর্টের কাছে সুপারিশ জানিয়েছিলেন অভিনেতার মৃত্যুর তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য। বুধবার ১৯ আগস্ট, অভিনেতার মৃত্যুর ঠিক ২ মাস ৫ দিনের মাথায় সেই আন্দোলন সফল হল। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement