Advertisement
Advertisement

Breaking News

পিএম নরেন্দ্র মোদি

‘পিএম নরেন্দ্র মোদি’ দেখে রিপোর্ট দিন, কমিশনকে পরামর্শ সুপ্রিম কোর্টের

‘পিএম নরেন্দ্র মোদি’র জটিলতা কাটাতে আসরে সুপ্রিম কোর্ট৷

Supreme Court asked Election Commission to watch ‘PM Narendra Modi’
Published by: Sayani Sen
  • Posted:April 15, 2019 5:31 pm
  • Updated:April 22, 2019 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জটিলতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ‘পিএম নরেন্দ্র মোদি’র৷ আদৌ কবে মুক্তি পাবে এই ছবি, তা নিয়ে এখনও জারি ধোঁয়াশা৷ এই সমস্যা মেটাতে এবার আসরে নামল সুপ্রিম কোর্ট৷ ছবিটি এখনই নিষিদ্ধ করার আগে নির্বাচন কমিশনকে তা দেখার প্রস্তাব দিল সর্বোচ্চ আদালত৷ ওই ছবি দেখার পর আগামী ২২ এপ্রিল কমিশন সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে, এমনই জানিয়েছেন বিচারপতিরা৷

[ আরও পড়ুন: ‘সেলুলয়েডের মোদি জনমানসে প্রভাব ফেলবেই’, কমিশনকে জবাব নির্মাতাদের]

ছবির নামেই স্পষ্ট কী হতে পারে ‘পিএম নরেন্দ্র মোদি’র মূল বিষয়বস্তু৷ ট্রেলার মুক্তির পর মিলে গিয়েছিল সেই উত্তরও৷ মোদির জীবনের নানা ওঠাপড়া, সংঘের সঙ্গে তাঁর সম্পর্ক, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার যাত্রাপথ সবই উঠে এসেছিল ওই ট্রেলারে৷ বায়োপিক মুক্তির দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা৷ ভোটের আবহে ৫ এপ্রিল এবং ১১ এপ্রিল পরপর দু’দিন ছবি মুক্তির দিন নির্ধারণ করা হয়৷ নির্বাচনের আগে এই ছবি ভোটারদের প্রভাবিত করবে বলেই আশঙ্কা ছিল বিরোধীদের৷ মোদির বায়োপিক মুক্তির দিনক্ষণের বিরোধিতায় সরব হয় কংগ্রেস৷ জল গড়ায় সর্বোচ্চ আদালতেও৷ বিচারপতিরা জানিয়ে দেন আদৌ মোদির বায়োপিক নির্বাচনী বিধি লঙ্ঘন করছে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন৷ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো সবদিক খতিয়ে দেখে কমিশন ১১ এপ্রিল ছবি মুক্তি স্থগিত করে দেয়৷ ভোটের আবহে এই ছবি মুক্তি পেলে ভোটাররা তাতে প্রভাবিত হতে পারেন, সেই সম্ভাবনার কথাও জানিয়ে দেওয়া হয়৷

Advertisement

আরও পড়ুন: ‘মোদি ভাল’, কংগ্রেসে যোগ দিয়ে বিস্ফোরক অভিনেত্রী উর্মিলা]

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ হন ছবি নির্মাতারা৷ পালটা সুপ্রিম কোর্টে আরজি জানান তাঁরা৷ সেই অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টের তরফে ওই ছবি দেখার প্রস্তাব দেওয়া হয় নির্বাচন কমিশনকে৷ ছবিটি ভালভাবে দেখে আগামী ২২ এপ্রিল রিপোর্ট পেশের কথাও বলা হয়েছে৷ আদৌ ছবিটি ভোটের আবহে মুক্তি পাবে কি না, তা জানা যেতে পারে কমিশনের রিপোর্ট পেশের পর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement