Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

৩ হাজার কোটির মালিক সলমন থাকেন ‘মামুলি’ ফ্ল্যাটে! তিন কামরার ঘর দেখে তাজ্জব নেটপাড়া

বলিউডের 'গডফাদার' ভাইজানের সাদামাটা জীবনযাপনকে কুর্নিশ ভক্তদের।

Superstar Salman Khan's 'mediocre' home grabs netizens' attention as CM Shinde visits Galaxy
Published by: Sandipta Bhanja
  • Posted:April 17, 2024 8:38 pm
  • Updated:April 17, 2024 8:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সলমন খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। ভাইজান-শিণ্ডে সাক্ষাতের ছবি-ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। আর সেখানেই নেটপাড়ার নজরে পড়ল সলমনের সাদামাটা ঘরবাড়ি। ছিমছাম বসার ঘর। সোফায় একনাথ শিণ্ডের পাশে বসে সেলিম খান। আর বিপরীতমুখী সোফায় বসে ভাইজান। কোনওরকম বিলাসবহুল আসবাবের, সাজসজ্জার লেশমাত্র নেই! দেওয়ালে ঝকমারি রঙের আতিশয্যও নেই। আর সেটা দেখেই ভাইজান ভক্তরা তাজ্জব!

যিনি কিনা বলিউডের ‘গডফাদার’। দাপুটে ভাইজান। যাঁর একটা অঙ্গুলি হেলনেই কাজ হয় নিমেষে। এত বড় সুপারস্টার হয়েও সাদামাটা ঘরবাড়ি। আম্বানিদের আন্তেলিয়ার বিপরীতে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট দেখে সত্যিই অবাক হতে হয়। ভক্তদের কথায়, মধ্যবিত্ত পরিবার যে বাড়িতে বসবাস করেন, তেমনই ঘরে থাকেন সলমন খান। দেশের প্রথম সারির অভিনেতা হয়েও এত সহজ-সরল জীবনযাপন! দিন কয়েক আগেই ভাইজানের ছেঁড়া গেঞ্জি পরা এক ছবি ভাইরাল হয়েছিল। তখনও ভক্তরা তাঁর সাটামাটা লাইফস্টাইলের তারিফ করেছিলেন। দুই ভাই সোহেল, আরবাজ যে যাঁর মতো আলাদা বাড়িতে সংসার পাতলেও আজও মা-বাবার সঙ্গে এক ফ্ল্যাটে থাকেন সলমন খান। পরিবারের মুখে হাসিই তাঁর কাছে শেষ কথা। বলিউড সুপারস্টারের এহেন বাড়ির ছবি দেখে ভক্তরা ধন্য ধন্য করছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘৫০০ বছরে প্রথম রামলালার জন্মভূমিতে রামনবমী’, উচ্ছ্বসিত কঙ্গনা, সূর্য তিলকে ভক্তিজোয়ার বলিউডে]

রবিবার ভোরে সলমন খানের অ্যাপার্টমেন্টে হামলা চালায় বিষ্ণোই গ্যাংয়ের দুই দুষ্কৃতী। ধরাও পড়েছে তারা। সলমনের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতেই এদিন গ্যালাক্সিতে ছুটে যান একনাথ শিণ্ডে। সেখান থেকে বেরিয়েই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “কোনও গ্যাংকে ছাড়ব না। সবাইকে ধুলিস্যাৎ করে ছাড়ব।” এদিকে গুলি চলার ঘটনার পর কড়া নিরাপত্তাবেষ্টনীতে সলমন নিজেও কাজে বেরচ্ছেন। আগেভাগেই যদিও টিমকে নির্দেশ দিয়েছিলেন যাতে কোনও কাজ বাতিল না হয়। তবে এবার চর্চায় ভাইজানের ‘মামুলি’ ঘরবাড়ির ছবি।

[আরও পড়ুন: রামনবমীতে কুমারীপুজো ‘রাম’ অরুণ গোভিলের, পা ধুইয়ে হালুয়া ভোগ নিবেদন করলেন পদ্মপ্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement