Advertisement
Advertisement
Sunny Leone

বিপাকে সানি লিওনি, ইসলামিক সংগঠনের আপত্তিতে বাতিল হল বাংলাদেশের ভিসা

কী এমন করলেন সানি যার কারণে এই অবস্থা!

Sunny Leone's visa application was rejected by the Bangladesh government | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 10, 2022 8:02 pm
  • Updated:March 10, 2022 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশ ওদেশ ঘুরলেও, বাংলাদেশ যাওয়া যে সানি লিওনির কপালে নেই, তা যেন ফের প্রমাণ হয়ে গেল। কেননা দ্বিতীয়বার বাতিল হল সানি লিওনির বাংলাদেশের ভিসা!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শামীম আহমেদ রনির নতুন ছবি ‘সোলজার’-এর শুটিংয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল সানি লিওনির (Sunny Leone)। সানির সঙ্গে যাওয়ার কথা ছিল আরও ১০ কলাকুশলীরও। তবে অন্যান্য সবাই ভিসা পেলেও সানি লিওনির ভিসা বাতিল করে বাংলাদেশের সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকেই এই খবর জানানো হয়েছে। তবে এর নেপথ্যে কী কারণ রয়েছে তা স্পষ্ট করা হয়নি।

Advertisement

[আরও পড়ুন:মিকা সিংয়ের জীবনসঙ্গীর খোঁজে স্বয়ম্বরের ভাবনা, থাকতে পারেন রাখি সাওয়ান্তও ]\

Sunny Leone in North Bengal for this reason

২০১৫ সালে বাংলাদেশে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল সানির। কিন্তু সানির বাংলাদেশে যাওয়ার খবরে ওপার বাংলার ইসলামিক সংগঠনগুলো ক্ষোভে ফেটে পড়েছিল। এমনকী, গোটা ঘটনার তীব্র প্রতিবাদ করে আন্দোলনেও সামিল হয়েছিলেন তারা। এই আন্দোলনের চাপে পড়েই সেবার বাতিল হয়ে যায় সানির ওই বাংলাদেশ সফর। শোনা যাচ্ছে, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে কারণেই হয়তো ফের বাতিল করা হয়েছে সানির ভিসা। তবে সানি লিওনির তরফ থেকে এই নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Sunny-Leone

[আরও পড়ুন: ফের বিয়ে! প্রেমিকা সাবার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক রোশন? ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement