সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল রাত ৮ থেকে ১ টা পর্যন্ত নাইটক্লাবে ঝড় তুলবেন সানি লিওনি। সেই আশাতেই বসে ছিলেন অনুরাগীরা। তবে ভক্তদের আশায় জল ঢাললেন হায়দরাবাদ পুলিশ! অনুষ্ঠানের আয়োজকদের স্পষ্ট জানিয়ে দিলেন, অনুষ্ঠান করা যাবে না! হ্যাঁ, শনিবার এমনটাই ঘটল জুবিলি হিলসের একটি নাইটক্লাবে। তবে কী কারণে পুলিশের এমন সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়।
শনিবার সকাল সকালই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য হায়দরাবাদে পৌঁছেছিলেন সানি। নিজেকে তৈরিও করছিলেন। কিন্তু সন্ধে নামতেই হঠাৎই জানা গেল, শো বাতিল। তবে আয়োজকরা পুলিশের অনুমতি না পাওয়ার ঘটনাটা চেপেই গেলেন। উলটে নাইটক্লাবের বাইরে এক টিভির পর্দায় ফুটে উঠল, সানি লিওনির অসুস্থতার খবর। যেখানে লেখা হল, আচমকাই সানি শরীর খারাপ। সেই কারণেই শো বাতিল। তবে বলিউড নাইট যেমন হওয়ার কথা ছিল, তা হচ্ছেই।
সূত্রের খবর, সানির শো বাতিল হওয়ায় নাইটক্লাবে যাতে কোনও অশান্তি না হয়, তার নজর রাখতে রাত ১ টা পর্যন্ত নাইটক্লাবের বাইরেই হাজির ছিল প্রায় এক ডজন পুলিশ। তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি সানি।
বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী সানি লিওনি। তবুও নীল ছবির ট্যাগ যেন তাঁর শরীর থেকে সরছে না। মাঝে মধ্য়েই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানির গলায় যেন মিশে গেল একরাশ অভিমান। তিনি স্পষ্ট জানালেন, তাঁর মা এখনও তাঁকে ঘেন্না করেন!
সম্প্রতি মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। সেখানে সানি জানান, ”আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওনি। তারপর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা ভাল আমাকে একপ্রকার ঘেন্না করে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.