Advertisement
Advertisement

Breaking News

Sunny Leone Lalbaugcha Raja

মাথায় ঘোমটা টেনে লালবাগের গণেশ দর্শন, সানি লিওনিকে ‘সংস্কারি’ তকমা নেটপাড়ার

স্বামী ড্যানিয়েলের হাত ধরে লালবাগচায় সানি লিওনি।

Sunny Leone visits Lalbaugcha Raja with husband Daniel, Watch } Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 22, 2023 6:41 pm
  • Updated:September 22, 2023 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের লালবাগ (Lalbaugcha Raja) মানেই বিশেষ আকর্ষণ। প্রতিবার গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2023) এই ঐতিহ্যবাহী পুজো দেখতে হাজির করেন হাজার হাজার মানুষ। বলিউড তারকারাও বাদ যান না। শাহরুখ খান, সলমন খান, ভিকি কৌশল, কার্তিক আরিয়ান, শিল্পা শেট্টি থেকে পূজা হেজ এবারেও লালবাগচার পুজো দেখতে হাজির হয়েছিলেন। শুক্রবার গণপতির আশীর্বাদ নিতে গেলেন সানি লিওনি (Sunny Leone)।

পরনে লাল আনারকলি। মাথায় ঘোমটা টেনে লালবাগের গণেশ পুজোয় হাজির সানি লিওনি। সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার। মণ্ডপের প্রবেশপথে সানিকে দেখেই উৎসুক ভক্তরা ভীড় জমান। বাপ্পার আশীর্বাদ নিয়ে পাপ্পারাজিদের ক্যামেরার সামনে স্বামীর সঙ্গে পোজও দেন সানি লিওনি। সেই ভিডিও দেখেই নেটপাড়ার একাংশ ‘সংস্কারি’ তকমা সাঁটলেন সানির নামের পাশে।

Advertisement

প্রসঙ্গত, খোদ অমিতাভ বচ্চনও লালবাগচায় এসে গণপতি দর্শন করেন সপরিবারে। শাহরুখ-সলমনও বহুবার গিয়েছেন। বৃহস্পতিবারও ছেলে অ্যাব্রামকে নিয়ে হাজির হয়েছিলেন কিং খান। কার্তিক আরিয়ান প্রতিবার পয়লা দিনেই লালবাগের মণ্ডপে ঢুঁ মারেন। এবার সানি লিওনিও লালবাগের গণেশ দর্শন করে এলেন।

[আরও পড়ুন: ‘বিগ ফ্রাইডে’ আপডেট! ১৫ দিনে ১০০০ কোটির কাউন্টডাউন শুরু ‘জওয়ান’-এর]

গোটা মুম্বইতে এখন সাজ সাজ রব। গণপতি উৎসবে মেতেছেন সকলে। তিন দিনের পুজো শেষে বাপ্পাকে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখের কোণই চিকচিক করে উঠেছে। সোশাল মিডিয়ায় উঁকি দিলেই চোখে পড়ছে সেলেবদের গণেশবন্দনার একাধিক ছবি।

[আরও পড়ুন: ISL-এর উদ্বোধনী ম্যাচে প্রেমিক প্রবীরের ‘চিয়ার লিডার’ গীতশ্রী, জিতেই নায়িকাকে উড়ন্ত চুমু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement