Advertisement
Advertisement

Breaking News

ভাইয়ের বিয়েতে সানির কীর্তি দেখলে তাক লাগবে

কী করলেন সানি? দেখুন ভিডিও।

Sunny Leone surprises her cousin attending wedding
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 6, 2017 2:56 pm
  • Updated:September 25, 2019 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের ইমেজ ধরে রাখতে গিয়ে সেলিব্রিটিরা অনেক সময় ব্যক্তিজীবনে রাশ টানেন। আর সে সেলেব যদি সানি হন তাহলে তো কথাই নেই। এমনিতে প্রাক্তন পর্নস্টার হওয়ার সুবাদে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। জীবনের অনেকখানিই যেন ক্যামেরার সামনে খোলামেলা হয়ে গিয়েছে তাঁর। অভিনেত্রী হওয়ার পরও তাঁর ব্যক্তিজীবনে বারবার উঁকি দিয়েছে মিডিয়া। যে কোনও সেলেবের ক্ষেত্রেই তা সত্যি। সানিও ব্যতিক্রম নন। তবে তিনি নিজে খানিকটা হটকে। আর তাই ব্যক্তিজীবনের উচ্ছ্বাসও গোপন করলেন না। তুতো ভাইয়ের বিয়েতে গিয়ে সানি যা করলেন, তা অনেককেই অবাক করবে।

চাদরের নিচে দুই ‘বিগ বস’ প্রতিযোগীর গাঢ় চুম্বন, ভাইরাল ভিডিও ]

Advertisement

সেলেবদেরও নিজস্ব ব্যক্তিজীবন আছে। কখনও তার কিয়দংশ তাঁরা সামনে আনেন। কখনও আবার জোর করে ঘেরাটোপ টপকে বাইরের আলো ঢুকে পড়ে সেখানে। সানি সেক্ষেত্রে একটু ব্যতিক্রমীই বটে। গোপনীয়তা না-পসন্দ তাঁর। গিয়েছিলেন তুতো ভাইয়ের বিয়েতে। এবং সেখানে গিয়ে একেবারে ছেলেমানুষের মতো লাফালাফি শুরু করলেন। ভাইয়ের সঙ্গে তাল মিলিয়ে। পেরে উঠলেন না বটে। কিন্তু তাতে কী! ছোটবেলার সঙ্গীদের সঙ্গে দেখা হওয়ায় যে আনন্দ থাকে তার তুলনা কোথায়! আর বড় হয়েও সেই আনন্দ ফিকে হয় না। তবে কাজের ব্যস্ততায় সুযোগ কমে। দেখা-সাক্ষাৎ কম হয়। তবে যদি একবার মেলবন্ধন হয়, তখন এরকমই পাগলামি পেয়ে বসে। ঠিক এমন মুডেই এদিন দেখা গেল সানিকে।

ফ্যান্টাসির দরজা খুলে দিতে রঙিন দুপুরে ফের আসছে উমা বউদি ]

অবশ্য বিয়েতে হাজির হয়ে ভাইকে সারপ্রাইজই দিয়েছেন সানি। জানিয়েছেন, ছোট থেকেই বন্ধন বেশ দৃঢ়। এককালে তো দু’জনে মিলে দারুণ সময় কাটিয়েছেন। তবে সময়ের নিয়ম মেনেই তাতে খানিক শ্যাওলা জমেছে। ইদানীং যতই কাজের ব্যস্ততা থাক, ভাইয়ের বিয়ে কি কখনও মিস করতে পারেন? আর তাই ভাইকে না জানিয়েই পৌঁছে গিয়েছিলেন। সেখানেই চলল ছোটবেলার পাগলামি। নেটদুনিয়ায় পুরো ঘটনার ভিডিও পোস্ট করেছেন সানি। দেখে তাঁর ভক্তরা বলছেন, এর আগে বহুরূপে দেখা গিয়েছে তাঁকে, কিন্তু এমন পাগলামির মেজাজে আগে দেখা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement