Advertisement
Advertisement

Breaking News

Sunny Leone

পরপুরুষের কোলে পা দিয়ে এ কী করলেন সানি লিওনি! দেখুন কাণ্ড

সানি নিজেই শেয়ার করেছেন ভিডিও।

Sunny Leone posted this hilarious video

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Suparna Majumder
  • Posted:March 11, 2024 1:27 pm
  • Updated:March 11, 2024 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্টুমিতে সিদ্ধহস্ত সানি লিওনি (Sunny Leone)। তা বলে পরপুরুষের কোলে এভাবে পা রাখবেন! আবার তাঁর এক কথায় পা তুলেও দেবেন। এমন কাণ্ডই ঘটিয়েছেন প্রাক্তন পর্নস্টার। আবার নিজেই শেয়ার করেছেন সেই ভিডিও।

Sunny-1
ছবি: ইনস্টাগ্রাম

আসলে এ কাজ সানি করেছেন টমাসের জন্য। কে এই টমাস? অভিনেত্রীর মেকআপ আর্টিস্ট। মজার ছলেই ভিডিওটি শেয়ার করেছেন সানি। ভিডিওতে তাঁর একটি পা টমাসের কোলে দেখা যাচ্ছে। যাতে তিনি মেকআপ করতে পারেন। কাজ শেষ হতেই টমাস বলেন, ‘আমার উপরের দিকের কাজ হয়ে গিয়েছে।’ সঙ্গে সঙ্গে সানি নিজের পা উপরে তুলে দেন। এতেই চমকে যান রূপটান শিল্পী। আর সানি হাসতে থাকেন। টমাসও হাসতে হাসতে মেকআপ করতে থাকেন।

Advertisement

[আরও পড়ুন: অস্কার মঞ্চে নীতীন দেশাইকে শ্রদ্ধার্ঘ্য, ভারতীয় আর্ট ডিরেক্টরকে কুর্নিশ হলিউডের]

পর্ন দুনিয়াকে বহুদিন আগেই বিদায় জানিয়েছেন সানি। মুম্বইয়ে তাঁর উত্থান সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’-এর হাত ধরে। এই শো সারা ভারতে সানিকে পরিচিতি দেয়। আর দেয় বলিউডে এন্ট্রি। ‘বিগ বস’ থেকে বেরিয়েই পূজা ভাট পরিচালিত ‘জিসম ২’ সিনেমায় সুযোগ পান সানি। তারপর একে একে ‘রাগিনি এমএমএস’, ‘মস্তিজাদে’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর মতো সিনেমায় অভিনয় করেন। ‘রইস’-এর মতো সিনেমায় শাহরুখের পাশে তিনিই হয়েছেন ‘ল্যায়লা’। পান ‘বেবি ডল’ খেতাব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

একসময় নাকি সানি নিজেকে উভকামী বলে দাবি করেছিলেন। যদিও ২০১১ সাল থেকে তিনি ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সংসার করছেন। প্রথম ডেটে নাকি ড্যানিয়েলকে একদম পছন্দ হয়নি সানির। কিন্তু পরে হোটেল রুমে সানির জন্য ২৪টি গোলাপ পাঠান ড্যানিয়েল। তাতেই মন গলে সানির। এখন দত্তক কন্যা নিশা ও দুই সন্তান অ্যাশের আর নোয়াকে নিয়ে বেশ ভালো আছেন দুজন।

[আরও পড়ুন: ‘যেন তেলের কুয়ো খুঁড়ছে’, আম্বানিদের পার্টিতে স্বামী অক্ষয়ের নাচ নিয়ে ব্যঙ্গ টুইঙ্কলের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement