ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেলেবদের রেস্তরাঁর ব্যবসা নতুন নয়। সে বিনোদুনিয়া হোক কিংবা ক্রীড়াজগৎ, হোটেল ইন্ডাস্ট্রির ব্য়বলাকেই বেছে নিয়েছেন তারকারা। শচীন তেন্ডুলকর, সুনীল শেট্টি, আশা ভোঁসলে, অর্জুন রামপাল, মিঠুন চক্রবর্তী, শিল্পা শেট্টি কুন্দ্রা থেকে নাগার্জুন, মৌনি রায়ের মতো অনেকেরই রেস্তরাঁর ব্যবসা রয়েছে। সেই তালিকাতেই এবার নাম লেখালেন সানি লিওনি (Sunny Leone)।
নীলদুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন তিনি। অভিনয় থেকে রিয়ালিটি শো, আইটেম নম্বরে বেশ জনপ্রিয় সানি লিওনি। এবার শুরু করলেন জীবনের নতুন ইনিংস। রেস্তরাঁর ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। তবে মুম্বইতে নয়, নয়ডাতে ঝাঁ চকচকে এক রেস্তরাঁ খুলে ফেলেছেন সানি। বিলাসবহুল দ্বিতল ফুডজয়েন্ট। ইন্টারিয়র ডিজাইনেও চমক। সম্প্রতি উদ্বোধনের দিন স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়েও হাজির হয়েছিলেন সানি লিওনি।
View this post on Instagram
জানা গিয়েছে, নয়ডাতে খোলা সেই রেস্তরাঁর নাম চিকা লোকা। শনিবার রাতে ভোজনরসিকদের জন্য রেস্তরাঁর দরজা খুলে দিয়েছেন তিনি। তবে একা নন, অভিনেত্রীর এই হোটেল ইন্ডাস্ট্রির ব্যবসায় যৌথ উদ্যোগে টাকা ঢেলেছেন সিঙ্গিং বোলস হসপিটালিটির ডিরেক্টর সাহিল বাওয়েজাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.