Advertisement
Advertisement

Breaking News

Sunny Leone

সিনেমা ছেড়ে এবার ব্যবসায় নামলেন সানি লিওনি, খুললেন রেস্তরাঁ, কী কী খাওয়াবেন?

জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী।

Sunny Leone Opens Restaurant In Noida | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 25, 2024 6:48 pm
  • Updated:January 25, 2024 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেলেবদের রেস্তরাঁর ব্যবসা নতুন নয়। সে বিনোদুনিয়া হোক কিংবা ক্রীড়াজগৎ, হোটেল ইন্ডাস্ট্রির ব্য়বলাকেই বেছে নিয়েছেন তারকারা। শচীন তেন্ডুলকর, সুনীল শেট্টি, আশা ভোঁসলে, অর্জুন রামপাল, মিঠুন চক্রবর্তী, শিল্পা শেট্টি কুন্দ্রা থেকে নাগার্জুন, মৌনি রায়ের মতো অনেকেরই রেস্তরাঁর ব্যবসা রয়েছে। সেই তালিকাতেই এবার নাম লেখালেন সানি লিওনি (Sunny Leone)।

নীলদুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন তিনি। অভিনয় থেকে রিয়ালিটি শো, আইটেম নম্বরে বেশ জনপ্রিয় সানি লিওনি। এবার শুরু করলেন জীবনের নতুন ইনিংস। রেস্তরাঁর ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। তবে মুম্বইতে নয়, নয়ডাতে ঝাঁ চকচকে এক রেস্তরাঁ খুলে ফেলেছেন সানি। বিলাসবহুল দ্বিতল ফুডজয়েন্ট। ইন্টারিয়র ডিজাইনেও চমক। সম্প্রতি উদ্বোধনের দিন স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়েও হাজির হয়েছিলেন সানি লিওনি।

Advertisement

[আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কে চিড়! সলমন আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘প্রাক্তন হিসেবে…’]

জানা গিয়েছে, নয়ডাতে খোলা সেই রেস্তরাঁর নাম চিকা লোকা। শনিবার রাতে ভোজনরসিকদের জন্য রেস্তরাঁর দরজা খুলে দিয়েছেন তিনি। তবে একা নন, অভিনেত্রীর এই হোটেল ইন্ডাস্ট্রির ব্যবসায় যৌথ উদ্যোগে টাকা ঢেলেছেন সিঙ্গিং বোলস হসপিটালিটির ডিরেক্টর সাহিল বাওয়েজাও।

[আরও পড়ুন: TRP তালিকায় প্রথম স্থান ধরে রাখতে পারল ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয়-তৃতীয় স্থানে কোন সিরিয়াল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement