Advertisement
Advertisement
sunny leone

নিখোঁজ হয়েছিল পরিচারিকার কন্যা, ছোট্ট মেয়েকে খুঁজতে কী করেছিলেন সানি লিওনি?

বড়সড় বিপাকে পড়েছিলেন সানি।

sunny leone offers 50 thousand rupees as reward to find her househelps 9 year old daughter who went missing | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 9, 2023 8:55 pm
  • Updated:November 9, 2023 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৮ নভেম্বর নিখোঁজ হয়েছিল সানি লিওনির (Sunny Leone) পরিচারিকার নবছরের কন্যা। রীতিমতো দুশ্চিন্তায় পড়েছিলেন বলিউড অভিনেত্রী। পুলিশকে জানিয়ে ছিলেন, নিজেও মাঠে নেমে পড়েছিলেন ছোট্ট মেয়ের সন্ধানে। তাতেও যখন লাভ হচ্ছিল না, শেষমেশ সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে পুরস্কার ঘোষণা করলেন অভিনেত্রী। নেটিজেনদের অনুরোধ করলেন, ছোট্ট মেয়েটিকে খুঁজে দেওয়ার জন্য।

তবে অবশেষে সানির দুশ্চিন্তা হল দূর। মুম্বই পুলিশের তৎপরতায় সানি ফিরে পেলেন তাঁর পরিচারিকার কন্য়াকে। সেই সুখবরও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরই অবাক কাণ্ড! ‘ও তো আমার নাতনি’, আজব দাবি প্রৌঢ়ের]

সানি লিখলেন, ”আমাদের প্রার্থনা অবশেষে কাজ করেছে। আমাদের মেয়েকে আমরা ফিরে পেয়েছি। পরিবারেরক তরফ থেকে মুম্বই পুলিশকে অজস্র ধন্যবাদ। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যেই আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।”

[আরও পড়ুন: মিমির পরিবারের কালীপুজোয় এবার বলি বন্ধ, ৩০০ বছর পর কষ্টিপাথরে প্রতিষ্ঠিত হবেন দেবী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement