Advertisement
Advertisement

Breaking News

Sunny Leone

চুপিসারে বাগডোগরা বিমানবন্দরে সানি লিওনি, ব্যাপারটা কী?

শনিবার সকালে বাগজোগরা বিমানবন্দরে পৌঁছান বলিউড তারকা।

Sunny Leone in North Bengal for this reason | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 4, 2021 9:41 pm
  • Updated:December 5, 2021 8:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুপিসাড়ে বাগডোগরা বিমানবন্দরে সানি লিওনি (Sunny Leone)। পরনে কালো জ্যাকেট ও কালো টুপি। মুখে লাল-হলুদ মাস্ক। নিজের ব্যাগটি নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই হলেন ক্যামেরাবন্দি। 

Sunny Leone 1

Advertisement

শনিবার সকালে  বাগডোগরা বিমানবন্দরে নামেন সানি। বিশেষ কারণেই অভিনেত্রীর এই উত্তরবঙ্গ সফর বলে জানা গিয়েছে। একটি নাইট ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে গ্যাংটকে গিয়েছেন বলিউড অভিনেত্রী।  সেখানে নাকি তাঁর পারফর্ম করার কথা। 

Sunny Leone 2

পোস্টার দেখে যা বোঝা যাচ্ছে, তাতে তিন দিন ধরে নাইট ক্লাবে চলছে অনুষ্ঠান। শুক্রবার সেখানে ছিলেন কায়নাত অরোরা। শনিবার থাকছেন সানি লিওনি। আর রবিবার নাইট ক্লাবে উপস্থিত থাকার কথা হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্নার। 

[আরও পড়ুন: Priyanka Sarkar: অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের অস্ত্রোপচার সফল, কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?]

গত আগস্টে বাংলায় এসেছিলেন সানি। সেই সময় ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’র (Dance Dance Junior Season 2) গ্র্যান্ড ফিনালের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। ফিনালের মঞ্চে বাংলার সুপারস্টার দেবের (Dev) সঙ্গে রোমান্টিক গানে নাচেন সানি।  বাংলার রিয়ালিটি শোয়ে যোগ দিতে পারা তাঁর কাছে কতটা সম্মানের তা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেও  জানিয়েছিলেন সানি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

পর্নস্টার হিসেবে কেরিয়ার শুরু করেন সানি। পরে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর (Bigg Boss) মাধ্যমে পরিচিতি পান। একাধিক হিন্দি সিনেমা অভিনয় করেছেন সানি। আইটেম ডান্সার হিসেবেও প্রশংসা পেয়েছেন। বর্তমানে দক্ষিণী সিনেমা বেশি করছেন। এর পাশাপাশি হিন্দি ছবি ‘দ্য ব্যাটেল অফ ভীমা কোরেগাও’য়ের (The Battle of Bhima Koregaon) বিশেষ গানে পারফর্ম করতে দেখা যাবে তাঁকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

[আরও পড়ুন: আউশগ্রামের জঙ্গলে সেনার পোশাকে বলিউড অভিনেতা! হিন্দি সিনেমার শুটিং ঘিরে উন্মাদনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement