Advertisement
Advertisement

Breaking News

এবার যমজ, এক বছরের মধ্যেই তিন সন্তানের জননী সানি লিওন

অবাক হচ্ছেন? দত্তক নয়, যমজ সন্তান কিন্তু সানিরই।  

Sunny Leone, Daniel Weber blessed with twin baby boys
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 5, 2018 2:02 pm
  • Updated:September 14, 2019 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরটা আচমকাই এল। সোশ্যাল মিডিয়ায় নায়িকা নিজেই জানালেন সুখবর। যমজ সন্তানের মা হলেন সানি লিওন। সদ্যোজাতের ছবি পোস্ট করেই এই খবর দিলেন সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। সঙ্গে রয়েছে পালিত কন্যা নিশাও।

God’s Plan!! June 21st, 2017 was the day @dirrty99 and I found out that we might possible be having 3children within a short amount of time. We planned and tried to have a family and after so many years our family is now complete with Asher Singh Weber, Noah Singh Weber and Nisha Kaur Weber. Our boys were born a few weeks ago but were alive in our hearts and eyes for many years. God planned something so special for us and gave us a large family.We are both the proud parents of three beautiful children. Surprise everyone!

Advertisement

A post shared by Sunny Leone (@sunnyleone) on

[ডলবি থিয়েটারে ঐতিহাসিক মুহূর্ত! অস্কারের মঞ্চে শশী-শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য]

সোমবার সানির এই পোস্টেই চমকে ওঠেন নেটদুনিয়ার বাসিন্দারা। এই তো কিছুদিন আগেই নিশাকে দত্তক নিয়েছিলেন নায়িকা। এরমধ্যেই আবার যমজ সন্তান? এই প্রশ্নই ওঠে নেটদুনিয়ায়। সে প্রশ্নেরও উত্তর দেন নায়িকাই। জানিয়েছেন, বহু বছর থেকে সন্তান চাইছিলেন তিনি ও ড্যানিয়েল। এর জন্য তাঁরা সারোগেসির সাহায্য নেন। ২০১৭ সালের ২১ জুন দু’জনে জানতে পারেন, যমজ সন্তান হতে চলেছে তাঁদের। কয়েক সপ্তাহ আগেই জন্ম হয় অ্যাশের সিং ওয়েবার ও নোয়া সিং ওয়েবারের। সঙ্গে দিদি নিশাকেও দেখা গেল হাসিমুখে।

এক আগে এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, ডানিয়েল ভীষণভাবে সন্তান চাইছেন। সন্তান চাইছেন তাঁর শাশুড়িও। সানি নিজেও পরিবার বাড়াতে চেয়েছিলেন। সেই জন্যই সারোগেসির সাহায্য নেওয়ার কথা ভেবেছিলেন তাঁরা। পুরো বিষয়টিকেই ‘ঈশ্বরের পরিকল্পনা’ হিসেবে ব্যাখ্যা করেছেন সানি। প্রায় এক বছরের মধ্যেই তিন সন্তানের জননী হলেন বলিউডের ‘বার্বি ডল’। এবার তাঁর পরিবার সম্পূর্ণ হল বলেই মনে করছেন প্রাক্তন পর্ন তারকা।

[৯০ তম অস্কারে অদ্ভুত প্রেমের জয়, সেরা ‘দ্য শেপ অফ ওয়াটার’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement