Advertisement
Advertisement

Breaking News

Sunny Leone

‘পাপ ধুতে চলে এল’, বারাণসীর ঘাটে গঙ্গারতি করে কটাক্ষের মুখে ‘সংস্কারি’ সানি

কপাল জুড়ে চন্দন, গলায় গাঁদা ফুলের মালা পরেই আরতি করেন তারকা।

Sunny Leone attended was Ganga Aarti in Varanasi | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 17, 2023 2:24 pm
  • Updated:November 17, 2023 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপাল জুড়ে চন্দন। গলায় গাঁদা ফুলের মালা। বারাণসীর ঘাটে গঙ্গারতি করলেন সানি লিওনি (Sunny Leone)। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও। কিন্তু বলিউডের গ্ল্যামার গার্ল যতই ‘সংস্কারি’ হোন না কেন, নেটিজেনদের একাংশ নিন্দায় মুখর হবেনই। এবারও তার ব্যতিক্রম হল না।

Sunny-Leone-Ganga-Aarti-2

Advertisement

গত বুধবার প্রকাশ্যে এসেছে মিউজিক ভিডিও ‘থার্ড আই’। ভিডিওতে প্রাক্তন আইএস অফিসার অভিষেক সিংয়ের সঙ্গে দেখা গিয়েছে সানিকে। অভিষেকের সঙ্গেই বারাণসী গিয়েছিলেন সানি। তারকার পরনে ছিল গোলাপি সালোয়ার। সালোয়ারের দোপাট্টা দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন সানি। সংবাদ সংস্থা এএনআই এই গঙ্গারতির ভিডিও টুইট করে।

 

[আরও পড়ুন: মা হতে চলেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা! স্বামীর সঙ্গে তুমুল অশান্তির মাঝেই সুখবর?]

সানির এই ভিডিওর নিচেই লেখা হয়েছে, “এই যে সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে পাপ ধুতে চলে এল।” একজন আবার লিখেছেন, “একশোটা ইঁদুর খেয়ে বিড়াল চলল হজে।” “মা গঙ্গাকে অপবিত্র করে দিল”, “জীবনে সব দেখে ফেললাম”, এমন কথাও লেখা হয়েছে কটাক্ষ করে।Sunny-Leone-Ganga-Aarti-3

Sunny-Leone-Ganga-Aarti-4
উল্লেখ্য, ‘থার্ড আই’-এর আগে সানির ‘মেরা পিয়া ঘর আয়া ২.০’ গানটি প্রকাশ্যে এসেছে। ‘ইয়ারানা’ ছবির ‘মেরা পিয়া ঘর আয়া’ গানে পারফর্ম করেছিলেন বলিউডের ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিত। তাঁকে শ্রদ্ধা জানিয়েই রিমেক ভার্সানটি তৈরি করা হয়েছে।

[আরও পড়ুন: Karar Oi Louho Kapat: ‘ক্ষমা চাইতে হবে না, ইতিহাসটা জানুন’, ‘লৌহ কপাট’ বিতর্কে রহমানকে বার্তা কবীর সুমনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement