Advertisement
Advertisement

Breaking News

Sunny Deol

‘দক্ষিণে গিয়েই থাকব’, অনুরাগ কাশ্যপের পর ‘ঢায় কিলো’র হাত দেখিয়ে বলিউড ছাড়ার হুঁশিয়ারি সানির

'উত্তর তো দেখল, এবার দক্ষিণ ভারত দেখবে আমার হাতের কামাল', গর্জন সানি দেওলের।

Sunny Deol Urges Bollywood To Take Cues From South Cinema
Published by: Sandipta Bhanja
  • Posted:March 24, 2025 9:06 pm
  • Updated:March 24, 2025 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগেই বিরক্ত হয়ে বলিউড ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। এবার ‘ঢায় কিলো’র হাত দেখিয়ে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পাকাপাকিভাবে সরে যাওয়ার হুঙ্কার ছুড়লেন সানি দেওল। সদ্য তাঁর হাত ধরে দক্ষিণী পরিচালক গোপীচাঁদ মালিনেনি ‘জাট’ সিনেমা তৈরি করে বলিউডে পা রেখেছেন। ট্রেলারের মারকাটারি অ্যাকশনের ঝলক দেখে প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণী দর্শকরা। এবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সানি (Sunny Deol)।

কাপুর এবং ‘খান-দানে’র পাশাপাশি বলিউডে এখন ‘টক অফ দ্য টাউন’ দেওল পরিবার। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন, “বলিউড দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি কোনওদিন।” তেইশ সালে ‘গদর ২’ ছবির ব্যবসা দিয়েই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে যোগ্য জবাব দিয়েছেন জেষ্ঠপুত্র সানি দেওল। দাদার মতোই দাপুটে কামব্যাক করে দেখিয়ে দিয়েছেন ভাই ববি। সিনেমার গৌণ চরিত্র হয়েও ‘অ্যানিম্যাল’-এ শোরগোল ফেলে দিয়ে বলিউডে সেকেন্ড ইনিংস শুরু করেছেন অভিনেতা। তা সত্ত্বেও দেওল পরিবারের কাজ নিয়ে ততটা চর্চা হয় না বলেই আক্ষেপ সানি দেওলের। এবার সরাসরি বলিউড ছাড়ার হুঁশিয়ারি দিলেন ‘জাট’ অভিনেতা।

Advertisement

Sunny Deol confirms role in Nitesh Tiwari's Ramayana

তাঁর মন্তব্য, “বলিউড পরিচালকদের উচিত, দক্ষিণী প্রযোজকদের দেখে শেখা। আগে হিন্দিতে সিনেমাটা তৈরি করো। তার পর না হয়, সিনেমা কীভাবে ভালো করে বানাতে হয়, সেটা শিখবে। চিত্রনাট্যই তো আসল হিরো। আমি তো জাট সিনেমাটা করতে গিয়ে এত্ত মজা পেয়েছি যে ওদের বলে এসেছি, আমাকে নিয়ে যেন আরেকটা সিনেমা তৈরি করে। একদিন হয়তো দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে বাস করা শুরু করব।” এখানেই অবশ্য থামেননি সানি দেওল। ‘ঢায় কিলো কা হাত’ দেখিয়ে তাঁর হুঁশিয়ারি, “আমার হাতের কামাল দেখেছে গোটা উত্তর ভারত। এবার দক্ষিণ ভারত দেখবে। বিদেশি প্রভাবে কী অবস্থা আমাদের ইন্ডাস্ট্রির। আমরা ভুলে গেছি আমাদের দেশে কীসব সিনেমা তৈরি হত। আমাদের ফিরে যাওয়া উচিত সেই দিনগুলিতে যখন ‘ঘটক’, ‘দামিনী’, ‘অর্জুন’-এর মতো সিনেমা তৈরি হত।”

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সানি দেওল বলিউডকে মনে করিয়ে দিলেন, “দেখে ভালো লাগছে যে, শেষমেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের কাজের কদর করছে। এটাই যোগ্য সময়। আমরা অনেক বছর অপেক্ষা করেছি। আমাদের পরিবারের আসলে স্বীকৃতি পেতে বরাবরই দেরি হয়। ওই কথায় বলে না, কর্ম করে যাও, ফলের আশা না করে। লড়ে যাও, থেমো না।” জাট ট্রেলার দেখে সিনেবিশেষজ্ঞদের একাংশের মত, দক্ষিণী দর্শকদের মন মাতাতে কি তাহলে বলিউডকে হুঙ্কার ছুড়লেন সানি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub