Advertisement
Advertisement

Breaking News

Sunny Deol as Hanuman

রণবীরের ‘রামায়ণ’-এ হনুমান সানি দেওল! ‘গদর ২’র সাফল্যের পরই বড় চমক

বজরংবলীর চরিত্র নিয়ে নাকি বিশেষ পরিকল্পনাও রয়েছে ছবির পরিচালকের।

Sunny Deol reportedly in talks with Nitesh Tiwari to join Ranbir Kapoor and Yash in Ramayana | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 11, 2023 1:11 pm
  • Updated:October 11, 2023 1:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে একের পর এক খবর প্রকাশ্যে আসছে। এর আগে রাম হিসেবে রণবীর কাপুর, সীতা হিসেবে সাই পল্লবী আর রাবণ হিসেবে দক্ষিণী তারকা যশের নাম শোনা গিয়েছিল। এবার চমক হনুমানের চরিত্রে। বি-টাউনে জোর গুঞ্জন, ছবিতে বজরংবলী হিসেবে দেখা যাবে ‘গদর’-এর তারা সিং অর্থাৎ সানি দেওলকে (Sunny Deol)।

Sunny-Ramayan-1

Advertisement

প্রভাস-কৃতী স্যাননের ‘আদিপুরুষ’ ডাহা ফ্লপ হওয়ার পর থেকেই পরিচালক নীতেশ তিওয়ারি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। একবার তো ভেবেই ছিলেন রামায়ণ ছবির পরিকল্পনায় ইতি দেবেন। এমনকী, তেমনটাই জানিয়ে ছিলেন রণবীর কাপুরকেও। তবে আপাতত, সে সব দুশ্চিন্তায় ইতি। মনে সাহস সঞ্চয় করে নতুন করে ‘রামায়ণ’-এর কাজ শুরু করতে চলেছেন তিনি।

[আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে প্রতিবাদের ভাষা কবিগুরুর কবিতা, বোনের নির্মম হত্যায় কাতর অভিনেত্রী]

পরিকল্পনা অনুযায়ীই নীতিশের রামায়ণের রাম রণবীর এবং সীতা হলেন দক্ষিণী তারকা সাই পল্লবী। রাবণ হিসেবে ‘কেজিএফ’ তারকা যশের নাম শোনা গিয়েছে। এবার হনুমানের চরিত্রের প্রস্তাব নাকি সানি দেওলকে দেওয়া হয়েছে। আর তা নাকি ‘গদর’ তারকার বেশ পছন্দ। কথাবার্তা এখন প্রাথমিক স্তরেই রয়েছে বলে খবর।

Sunny

প্রসঙ্গত, ‘গদর ২’র তুমুল সাফল্য সানির কেরিয়াকে নতুন করে বলিউডের ট্র্যাকে নিয়ে এসেছে। ৬৯০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এখন সানি অভিনয়ের দিকেই বেশি মন দিতে চান। আর হনুমানের চরিত্র নিয়ে নাকি তিনি বেশ আগ্রহী। পরিচালক নীতেশও এই চরিত্রে সানিকেই চান। শোনা এও যাচ্ছে, হনুমানের চরিত্র নিয়ে একটি স্পিন-অফ মুভি তৈরি করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

[আরও পড়ুন: একের পর এক ঠোঁটঠাসা চুমু! রণবীর-রশ্মিকার প্রেমে ভরপুর ভিডিও ঘিরে উত্তাল বলিউড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement