সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে (Sunny Deol)। যে ছবিতে কিনা রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় দক্ষিণী তারকা যশের অভিনয় করার কথা। তবে সীতা হিসেবে কাকে দেখা যাবে, সেই বিষয়ে এখনও ধন্দ থাকলেও এবার ‘হনুমান’ চরিত্র নিয়ে প্রকাশ্যে বড়সড় আপডেট!
সানি দেওল নাকি এই নতুন ‘রামায়ণ’-এর হনুমান হওয়ার জন্য চড়া দাম হাঁকিয়েছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, বজরংবলীর চরিত্রে অভিনয় করার জন্য প্রযোজনা সংস্থার কাছে ৪৫ কোটি টাকা চেয়ে বসেছেন সানি দেওল। যদিও সেই বিষয়ে সরাসরি কোনওরকম মুখ খোলেননি এখনও অভিনেতা। তবে হনুমান-এর ভূমিকায় অভিনয় করলে যে ‘ঢায় কিলো কা হাত কামাল’ করবে, তা বলাই বাহুল্য। সানি দেওলের শারীরিক গড়নের সঙ্গেও দারুণ মানিয়ে যাবে। উপরন্তু ‘গদর ২’ ছবির দৌলতেও ভক্তদের মনে যেরকম ইমেজ তৈরি করেছেন তিনি, তাতে অভিনেতাকে বজরংবলি হিসেবে পাওয়া গেলে জব্বর বিষয় হবে।
উল্লেখ্য, ‘গদর ২’র তুমুল সাফল্য সানি দেওলের ফিল্মি কেরিয়ারকে নতুন করে ট্র্যাকে নিয়ে এসেছে। ৬৯০ কোটি টাকার ব্যবসা করা ছবির পর এখন সানি অভিনয়ের দিকেই বেশি মন দিতে চাইছেন। আর হনুমানের চরিত্র নিয়ে নাকি তিনি বেশ আগ্রহী। পরিচালক নীতেশও এই চরিত্রে সানিকেই চান। এও শোনা যাচ্ছে, ইতিমধ্যেই পরিচালক নাকি হনুমানের চরিত্র নিয়ে একটি স্পিন-অফ মুভি তৈরি করার পরিকল্পনাও ছকে ফেলেছেন।
প্রসঙ্গত, মাস খানেক আগে প্রভাস-কৃতী স্যাননের ‘আদিপুরুষ’ ডাহা ফ্লপ হওয়ার পর থেকেই পরিচালক নীতেশ তিওয়ারি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। একবার তো ভেবেই ছিলেন রামায়ণ ছবির পরিকল্পনায় ইতি দেবেন। এমনকী, তেমনটাই জানিয়ে ছিলেন রণবীর কাপুরকেও। তবে আপাতত, সে সব দুশ্চিন্তায় ইতি। মনে সাহস সঞ্চয় করে নতুন করে ‘রামায়ণ’-এর কাজ শুরু করতে চলেছেন তিনি। মাঝখানে শোনা গিয়েছিল, আলিয়া ভাট নাকি রণবীর কাপুরের বিপরীতে সীতা হিসেবে ধরা দেবেন। সবটাই আপাতত প্রযোজনা সংস্থার সিলমোহরের উপর নির্ভর করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.