Advertisement
Advertisement

Breaking News

Sunny Deol

‘গদর ২’ সাফল্যের পরই ‘দাম বাড়ালেন’ সানি দেওল? রাজনীতি থেকেও বাণপ্রস্থে নেতা-অভিনেতা

এবার পুরোপুরি অভিনয়েই ফোকাস করতে চান সানি।

Sunny Deol on hiking his fee to Rs 50 crore after Gadar 2 success | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 11, 2023 4:13 pm
  • Updated:September 11, 2023 4:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বক্স অফিস কাঁপিয়েছে ‘গদর ২’ (Gadar 2)। ‘জওয়ান’ রিলিজের আগে প্রায় ৫০০ কোটি টাকার উপরে ব্যবসা করে ফেলেছে সানি দেওলের ছবি। ৪০ বছরের কেরিয়ারে তাঁর এমন ‘ঢায় কিলো কা হাত’-এর কামাল আগে দেখেননি অনুরাগীরা। আর সেই ছবি হিট করতে না করতেই নিজের ‘দাম বাড়ালেন’ সানি দেওল! পাশাপাশি রাজনীতির ময়দান থেকেও বাণপ্রস্থে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন নেতা-অভিনেতা।

‘গদর ২’ সাফল্যের পরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন সানি দেওল (Sunny Deol)। জানিয়েছেন, এই ছবির জন্যও ৫০ কোটি টাকা দর হাঁকিয়েছিলেন অভিনেতা। সানির কথায়, “একটা ছবি কত টাকা আয় করবে, সেটা ভেবেই প্রযোজক তারকাদের পারিশ্রমিক ঠিক করেন।” শুধু তাই নয়, ‘আপ কি আদালত’-এর মঞ্চে যখন তাঁকে বলা হয় যে, বক্স অফিসে কোনও ছবি ৫০০ কোটি টাকা করলে, সেই ছবির হিরো যদি ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন তাহলে সেটা তো অন্যায়ের নয়!

Advertisement

এপ্রসঙ্গে সানি দেওলের জবাব, “প্রযোজক যদি ভাবেন যে, এত টাকা আমাকে দিকে পারবেন, তাহলে আমি রাজি। আমি এটা বলব না যে, না আমি এই পারিশ্রমিকটা পাচ্ছি না বলে কাজটা করব না। আমার সোজাসাপটা কথা, আমি এমন কোনও প্রজেক্টে কাজ করতে চাই না, যেখানে আমি বোঝা হয়ে যাব। এভাবে আমি কাজ করি না।”

[আরও পড়ুন: ‘আমি বলির পাঁঠা…’! চেন্নাই কনসার্ট নিয়ে ভক্তরা ভয়ংকর ক্ষুব্ধ হতেই টিকিটের টাকা ফেরাচ্ছেন রহমান]

প্রসঙ্গত, সম্প্রতি গুরদাসপুরের তারকা বিজেপি সাংসদ জানিয়েছেন যে, “আর কোনও নির্বাচনে লড়তে চাই না আমি। আমার মনে হয়, অভিনেতা হিসেবেই লোকে আমাকে ভোট দেবেন। তাছাড়া, পার্লামেন্টেও আমার উপস্থিতির হার খুব কম। আমি একটা প্রশ্ন পর্যন্ত করিনি। বরং অভিনেতা হিসেবে যেভাবে দেশের সেবা করে এসেছি। সেটাই চালিয়ে যেতে চাই।”

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ‘গদর ২’ রিলিজের পর নিজের লোকসভা কেন্দ্র গুরদাসপুরে মুখ পুড়েছিল সানি দেওলের। সিনেমা হল না থাকায় সংসদ সানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সেখানকার মানুষেরা। শুধু তাই নয়, সাংসদ হওয়ার পর থেকে বহুবার সানি দেওলের বিরুদ্ধে ‘নিঁখোজ’ পোস্টার পড়েছে গুরদাসপুরে। এবার নিজেমুখেই স্বীকার করে নিলেন যে, তিনি আজ পর্যন্ত নিজের কেন্দ্রের হয়ে পার্লামেন্টে একটা প্রশ্নও করেননি! সানি দেওল বলছেন, “আমার নিজের উপর পূর্ণ আস্থা রয়েছে যে, আমি অভিনেতা হিসেবেই একমাত্র দেশকে তথা নবীন প্রজন্মকে ভাল সিনেমা উপহার দিতে পারব।” সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেন সাংসদ অভিনেতা।

[আরও পড়ুন: ‘শাহরুখের সঙ্গে ঝগড়াটা ছেলেমানুষি’! বক্স অফিসের ‘ফার্স্ট বয়ের’ প্রশংসায় ‘সেকেন্ড বয়’ সানি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement