Advertisement
Advertisement

Breaking News

Sunny Deol trolled

‘১টা হিট দিয়েই ২০০ কোটির দেমাগ’! দুস্থদের দূর-দূর করে তাড়িয়ে কটাক্ষের শিকার সানি দেওল

বক্সঅফিসে 'গদর ২'র ব্যবসার অঙ্ক দেখে মাথা ঘুরেছে সানি দেওলের?

Sunny Deol got trolled as he refuses to click pictures with slum fans| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 17, 2023 9:54 am
  • Updated:August 17, 2023 9:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানি দেওলের ৪০ বছরের ফিল্মি কেরিয়ারে মাইলস্টোন ‘গদর ২’। বক্সঅফিসে রমরমিয়ে চলছে। মাত্র এক সপ্তাহেই আড়াইশো কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। শাহরুখ খানকে টেক্কা দিতে না পারলেও সলমন খান, রণবীর কাপুরদের চলতি বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন সানি দেওল। তবে বক্সঅফিসে ‘গদর ২’র ব্যবসার অঙ্ক দেখে কি মাথা ঘুরে গেল সানি দেওলের? এমন প্রশ্নেই এখন তোলপাড় নেটপাড়া। তুমুল কটাক্ষের মুখেও পড়তে হল ‘ঢায় কিলো কা হাত’-এর মালিককে।

কেন? সম্প্রতি বলিউডের বর্তমান সুপারস্টারকে দেখতে পেয়েই ভীড় জমিয়েছিলেন তাঁর একঝাঁক ভক্তরা। সানি দেওলকে দেখে সেই দুস্থ মানুষগুলিরে মুখে যেন ফুটে উঠেছিল চওড়া হাসি! অতঃপর তড়িঘড়ি কেউ মোবাইল বের করে অভিনেতার সঙ্গে ছবি তুলতে যান, আবার কেউ বা করমর্দন করতে। কিন্তু অনুরাগীদের দেখে কুশল মঙ্গল বিনিময় করা তো দূরঅস্ত, বরং দূর দূর করে তাড়িয়ে দিলেন! মুখে আঙুল দিয়ে চুপ করাতেও দেখা গেল অভিনেতাকে। আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় ভয়ংকর কটাক্ষের মুখে পড়তে হল সানি দেওলকে।

Advertisement

[আরও পড়ুন: ‘বামেরা নয়, যাদবপুরের ছাত্রমৃত্যুতে দায়ী বামপন্থার মুখোশধারীরা’! উলটো সুর কমলেশ্বরের]

কেউ বলছেন, ‘একটা ছবি হিট দিয়েই এত্ত অহংকার!’ আবার কারও মন্তব্য, ‘ছিঃ! ২০০ কোটির দেমাগ।’ কেউ কেউ আবার শাহরুখ খানের সঙ্গে তাঁর তুলনা টেনে আচরণ ঠিক করার উপদেশ দিলেন। কেউ বলছেন, ‘আপনি কি ভুলে গেছেন, এরকম চেহারা নিয়ে এতদূর কাদের জন্য আসতে পেরেছেন?’

শুধু তাই নয়, সম্প্রতি বিমানবন্দরে এক ভক্তের উপর তো চিৎকার করেই বসলেন ছবি তোলার জন্য। চোখ রাঙিয়ে তাঁকে বলতে শোনা গেল, আরে তোল না ফটো। সানির নিরাপত্তারক্ষীরা ওই ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়েও দেন পরে। সেই ভিডিও এখন দাবানল গতিতে ভাইরাল। অনুরাগীদের প্রতি সানি দেওলের এমন আচরণ দেখে ক্ষিপ্ত নেটপাড়া।

[আরও পড়ুন: ‘OMG 2’ই ‘পয়া’? শিবের আশীর্বাদে বলিউডের নতুন বিগ বাজেট ছবিতে অক্ষয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement