Advertisement
Advertisement

Breaking News

Apu Durga

ফিরছে বিভূতিভূষণের অপু ও দুর্গা, মুক্তি পেল ‘আমি ও অপু’র টিজার

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে এভাবেই তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন পরিচালক সুমন মৈত্র।

Suman maitras new Movie aami o apu teaser released | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 15, 2022 5:03 pm
  • Updated:February 16, 2022 8:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন দেখতে ছুটেছে অপু ও দুর্গা। কাশবন পেরিয়ে ছুটছে তারা। কিংবা তুমুল বৃষ্টিতে আম গাছের নিচে আম কুড়োতে ব্যস্ত অথবা চুরি করে আচার খাওয়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালি’ উপন্যাসের ‘অপু ও দুর্গা’র এই শৈশব প্রত্যেক বাঙালির কাছে পরিচিত। শুধু তাই নয় সত্যজিৎ রায়ের হাত ধরে গোটা বিশ্বের চোখের সামনে ফুটে উঠেছিল অপু ও দুর্গার নানা খুনসুটি। সেই শৈশবকেই এবার নতুন মোড়কে নিয়ে আসছেন পরিচালক সুমন মৈত্র। সাদা কালো পর্দায় ফিরছে অপু ও দুর্গা। ছবির নাম আমি ও অপু। মুক্তি পেল সেই ছবিরই টিজার। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে এই ছবির মধ্যে দিয়েই তাঁকে শ্রদ্ধা জানাবেন পরিচালক সুমন মৈত্র। জানা গিয়েছে, এই ছবিতে গুরুত্ব পাবে অপু ও দুর্গার শৈশব। এখানে দুর্গার মৃত্যু দেখানো হবে না। মূলত, ছবিতে ফুটে উঠবে অপু ও দুর্গার সম্পর্কই।

সুমন মৈত্রের এই ছবিতে ইশান রানা, প্রকৃতি পূজারি, আনন্দ এস চৌধুরী, সুশীল শিকারিয়া, ধ্রুব দেবনাথ, সৌমিত্র ঘোষ, অশোক গঙ্গোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, অমৃতা হালদার, প্রদীপ ঘোষ ও আরাত্রিকা গুহ। প্রযোজনার দায়িত্বে রয়েছেন পল্লবী চট্টোপাধ্যায়, দেবাশিস মিত্র, রতন সাহা, শতদীপ সাহা। শীঘ্রই মুক্তি পাবে এই ছবি।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে, রোম্যান্টিক ডিনার হল না ভিকি-ক্যাটরিনার! ]

ইন্দ্রনীল সেনগুপ্ত ও কোয়েল মল্লিককে জুটি বানিয়ে দশমী ছবি তৈরি করেছিলেন পরিচালক সুমন মৈত্র। দুর্গাপুজোকে প্রেক্ষাপটে রেখে এক অন্যরকম ভালবাসার গল্প বলেছিলেন সুমন। বক্স অফিসেই সফল হয়েছিল সেই ছবি। আর এবার অপু-দুর্গার স্মৃতিকেই বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক সুমন। এই ছবির বড় চমক হল, এই ছবিটা তৈরি হয়েছে সাদা কালোয়।

[আরও পড়ুন: ক্যাফেতে চুটিয়ে প্রেম রঞ্জিৎ মল্লিক-অপরাজিতা আঢ্যর, ছবি ফাঁস করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement