Advertisement
Advertisement

Breaking News

Sukesh Chandrashekhar

‘সুশান্তের মতো দশা হবে’, বলেছিলেন কেজরিওয়াল! বিস্ফোরক দাবি ঠগ সুকেশের

স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন সুকেশ।

Sukesh Chandrashekhar claims Kejriwal and Satyendar Jain are threatening him| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 14, 2023 9:15 am
  • Updated:January 14, 2023 9:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবি না মানলে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মতো দশা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে এমনই গুরুতর হুমকি দেওয়ার অভিযোগ তুলে উপরাজ্যপাল ভি কে সাক্সেনার কাছে ফের চিঠি দিলেন জেলবন্দি প্রতারক সুকেশ চন্দ্রশেখর। তাঁর আরও দাবি, ‘আপের মন্ত্রী সত্যেন্দ্র ছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ক্রমাগত হুমকি দিচ্ছেন। চিন্তাভাবনার জন্য আমাকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।’’ যদিও বিজেপির মদতেই সুকেশ এই অভিযোগ তুলছেন বলে দাবি করেছেন কেজরি, সত্যেন্দ্র।

সুকেশের দাবি, তাঁর কাছে যা প্রমাণ রয়েছে, সে সব হস্তান্তর করার জন্য বলেছেন সত্যেন্দ্র। গত সপ্তাহে তিনি হুমকি দিয়েছেন, এটাই শেষ সুযোগ। ৩১ ডিসেম্বর দুপুরে জেল সুপার রাজকুমারকে দিয়ে এই বার্তা পাঠিয়েছেন তিনি। সুকেশের আরও দাবি, চলতি বছরের কর্নাটকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। এ ছাড়া, কেজরিদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নিলে তাঁকে পাঞ্জাবে বালি খাদানের চুক্তি পাইয়ে দেওয়া হবে বলেও শর্ত দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: টাকার নেশায় বুঁদ শাহিদ কাপুর! প্রথম ওয়েব সিরিজ ‘ফরজি’র ট্রেলারে চমক অভিনেতার]

অন্যদিকে বেআইনি আর্থিক লেনদেন ও প্রতারণার মামলায় নাম জড়িয়েছে দুই বলিউড অভিনেত্রীর। বারবার পুলিশ ও ইডির জেরার মুখে পড়ছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহি। শুক্রবার এই মামলায় অভিনেত্রী নোরা ফতেহি তাঁর বক্তব্য রেকর্ড করতে হাজির হয়েছিলেন। পাতিয়ালা হাউস কোর্টের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকৃতি মহেন্দ্রুর সামনে তাঁর জবানবন্দি রেকর্ড করেছেন বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: ‘মুভি মাঙ্গো তো ব্লকবাস্টার দেঙ্গে!’ জোম্যাটো-ব্লিংকিটের কায়দায় ছবির প্রচারে দেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement