সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর মামলায় নাকি অজ্ঞাতসারেই ঘুটি সাজাচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। সূত্রের খবর মানলে, অভিনেতার মৃত্যুর মামলায় নাকি রাজসাক্ষী করা হতে পারে তাঁর রাঁধুনি নীরজ সিংকে (Neeraj Singh)। সুশান্তের বন্ধু তথা ম্যানেজার সিদ্ধার্থ পিঠানিরও (Siddharth Pithani) রাজসাক্ষী হওয়ার কথা শোনা গিয়েছে।
সদ্য AIIMS-এর রিপোর্ট হাতে পেয়েছে CBI। রিপোর্টের ভিত্তিতে নাকি সুশান্তের শরীরে কোনও জৈব বিষের অস্তিত্ব পাওয়া যায়নি। এবার অন্যান্য কারণগুলি খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ দল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে দিল্লিতে রয়েছেন নীরজ সিং। নিজের মোবাইল নম্বরও পালটে ফেলেছেন। রাজধানী থেকেই নাকি আদালতের শুনানিতে শামিল হবেন নীরজ। এদিকে নীরজের কাকা রাজুর দাবি, সুশান্তের মৃত্যুর দিন তাঁর হাতে জ্যুসের গ্লাস দিয়েছিলেন কেশব। শোনা গিয়েছে, বর্তমানে কেশব সারা আলি খানের (Sara Ali Khan) বাড়িতে কাজ করছেন। শোনা এও গিয়েছে, রিয়া চক্রবর্তীর ঘনিষ্ঠ এক বলিউড তারকার বাড়িতে নীরজের কাজের কথা চলছে। সূত্রের খবর, সিদ্ধার্থ পিঠানিকেও রাজসাক্ষী করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে CBI। তাঁকেও আদালতে হাজির করা হতে পারে।
এদিকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং তাঁর ভাই সৌভিকের (SHowik Chakraborty) জামিনের আবেদনের মামলা সংরক্ষিত রেখেছে বম্বে হাই কোর্ট (Bombay High Court)। শোনা গিয়েছিল, দীপিকা, সারা, শ্রদ্ধা, রকুলপ্রীতের পর বলিউডের আরও কয়েকজন প্রথমসারির তারকাকে সমন পাঠাবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই তারকাদের নামের প্রথম অক্ষয় নাকি ‘A’, ‘R’, ‘S’ দিয়ে শুরু হয়। সেই জল্পনা নস্যাৎ করে দিয়েছে NCB। শোনা এও গিয়েছে, মাদক মামলায় নাকি দীপিকা-শ্রদ্ধাদের ক্লিনচিট দিতে চলেছে NCB।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.