Advertisement
Advertisement

Breaking News

Agastya Nanda

অগস্ত্যর জন্মদিনে বিশেষ বার্তা সুহানার, বচ্চনের নাতবউ হওয়ার জল্পনায় সিলমোহর?

শনিবার অগস্ত্য নন্দার জন্মদিনে ফের বচ্চনদের বউমা হওয়ার জল্পনাযজ্ঞে 'ঘি' শাহরুখকন্যার।

Suhana Khan's special Birthday wish for Agastya Nanda
Published by: Sandipta Bhanja
  • Posted:November 23, 2024 5:20 pm
  • Updated:November 23, 2024 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিটাউনে কান পাতলেই সম্পর্কের গুঞ্জন! তারকাজুটি তো বটেই বরং প্রেমের হাওয়া এখন সেলেব সন্তানদের মধ্যেও। আর সেই তালিকাতেই অন্যতম চর্চিত ‘বন্ধুত্ব’ সুহানা-অগস্ত্যর (Suhana-Agastya)। দুই তারকাসন্তানের বন্ধুত্ব নাকি এতটাই গাঢ় যে, সেটা নাকি প্রেমে পরিণত হয়েছে। তাই তো বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টি থেকে আইপিএল ম্যাচের গ্যালারিতে মাঝেমধ্যেই শাহরুখকন্যার সঙ্গে দেখা যায় বচ্চন পরিবারের একমাত্র নাতি অগস্ত্য নন্দাকে। স্টারকিডরা মুখে কুলুপ আঁটলেও প্রেমের খবর কি আর চাপা থাকে? শনিবার অগস্ত্য নন্দার জন্মদিনে আরও একবার বচ্চনদের বউমা হওয়ার জল্পনা উসকে দিলেন শাহরুখকন্যা।

সুহানা খানের ইনস্টা স্টোরিতে উঁকি দিলেই দেখা যাবে অগস্ত্যর সঙ্গে এক খুনসুঁটির মুহূর্ত শেয়ার করেছেন তিনি। দেখা যাচ্ছে, বচ্চনদের নাতির কান টেনে ধরেছেন মন্নতের রাজকন্যে। আর সেই শুভেচ্ছাবার্তা ভাইরাল হতেও সময় নেয়নি। নেটপাড়ার একাংশ আবার প্রেমের রসায়ন খুঁজে পেয়েছে এই ছবিতে। চর্চিত যুগলের ছবি দেখেই আবার কারও মত, ‘এবার বুঝি বচ্চনদের বউমা হওয়ার জল্পনায় সিলমোহর বসালেন সুহানা খান।’

Advertisement

চলতি বছরের মে মাসে যখন শাহরুখ অসুস্থ হয়ে পড়েছিলেন আইপিএল ম্যাচের সময়ে তখনও সুহানার পাশে তেকেছেন দিনভর। শুধু কি তাই, বলিউডের এক পার্টিতে অগস্ত্যর প্রিয় ‘মামু’ অভিষেক বচ্চনের সঙ্গে এক গাড়িতে দেখা গিয়েছে যুগলকে। ২০২৩ সাল থেকেই সুহানার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন। শোনা যায়, ‘আর্চিস’ ছবির শুটিংয়েই নাকি একে-অপরের প্রেমে পড়েছিলেন সুহানা-অগস্ত্য। তার পর থেকে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে দুই তারকাসন্তানকে। নেটপাড়ার একাংশের অনুমান, ‘বচ্চনকন্যার বউমা হতে চলেছেন সুহানা।’ এদিকে অসুস্থ শাহরুখ খানের সঙ্গে অগস্ত্যকে দেখে অনেকে বলেছিলেন, ‘হবু জামাই এখন থেকেই যত্ন নিচ্ছেন!’ দুই পরিবারের তরফে কবে সিলমোহর বসে? সেদিকেই এখন তাকিয়ে অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement