Advertisement
Advertisement
Suhana Khan

দিওয়ালি পার্টিতে ব্লাউজ সামলাতে হিমশিম সুহানা, সাহায্যের হাত বাড়ালেন অমিতাভের নাতি!

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Suhana Khan video from diwali Party goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 7, 2023 4:19 pm
  • Updated:November 7, 2023 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেজেগুজে মণীশ মালহোত্রার (Manish Malhotra Diwali Party) দিওয়ালি পার্টিতে হাজির প্রায় গোটা বলিউড। ঝলমলে পোশাক পরে পার্টিতে হাজির হয়েছিলেন নতুন প্রজন্মও। এই যেমন এক ফ্রেমে দেখা গেল, সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুরকে। তবে এখানে আলাদা করে নজর কেড়েছেন অগস্ত্য ও সুহানা।

বিটাউনে এখন কান পাতলেই সম্পর্কের গুঞ্জন! তারকাজুটি তো বটেই বরং প্রেমের হাওয়া এখন সেলেব সন্তানদের মধ্যেও। আর সেই তালিকাতেই অন্যতম চর্চিত ‘বন্ধুত্ব’ অগস্ত্য-সুহানার। দুই তারকাসন্তানের বন্ধুত্ব নাকি এতটাই গাঢ় হয়েছে যে, তা নাকি এখন প্রেমে পরিণত হয়েছে। সেই জল্পনাতেই ঘি ঢালল মণীশ মালহোত্রার পার্টি থেকে ভাইরাল হওয়া এক নতুন ভিডিও। আর সেই ভিডিওতেই দেখা মিলল, সুহানার প্রতি কতটা কেয়ারিং অগস্ত্য।

Advertisement

[আরও পড়ুন: Mamata Banerjee: সিঙ্গুর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি, মুখ খুললেন মমতা]

তা কী রয়েছে ভিডিওতে?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পাপারাৎজ্জিদের ক্য়ামেরার সামনে পোজ দিচ্ছেন অগস্ত্য, সুহানারা। আর সেখানেই হঠাৎ করে ব্লাউজের নিচ থেকে বেরিয়ে পড়ল স্তন! গোটা কাণ্ডে একেবারে হতবাক সুহানা। কেউ বোঝার আগেই নিজের পোশাক সামলাতে শুরু করেন শাহরুখকন্যা। ঠিক সেই সময়ই অগস্ত্য এগিয়ে আসেন। সুহানার হাত ধরে নিয়ে যান ঘরের ভিতর।

প্রসঙ্গত, বচ্চনদের পরিবারে সর্বসাকুল্যে এখন একটাই পুত্রসুন্তান। কারণ অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা। অন্যদিকে জয়া-অমিতাভের মেয়ে শ্বেতাকন্যা নভ্যা নভেলি। তিনি নাতি-নাতনিই বিগ বির চোখের মণি। তবে অগস্ত্য দিদা জয়া আর মামা অভিষেকের খুবই প্রিয়। তাঁর সঙ্গেই শাহরুখ-গৌরীর মেয়ে সুহানা খানের ‘প্রেমচর্যা’র জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে।

[আরও পড়ুন: দিওয়ালিতে মোদির ‘লোকাল’ ক্যাম্পেনের ‘ভোকাল’ মুখ সিরিয়ালের ‘অনুপমা’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement