Advertisement
Advertisement

Breaking News

Suhana Khan

নাচতে গিয়ে পায়ে চোট! হাউ হাউ করে কাঁদছেন শাহরুখকন্যা সুহানা

হঠাৎ কী হল সুহানার?

Suhana Khan injured during dance class| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 7, 2023 8:17 pm
  • Updated:June 7, 2023 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে বলিউডের অভিনেত্রী হিসেবে তৈরি করার জন্য নানারকম উপায়ে খেটে যাচ্ছেন সুহানা খান। কখনও অভিনয়ের জন্য ট্রেনিং নিচ্ছেন, তো কখনও ফ্যাশন দুরস্ত হওয়ার জন্য নিজের মেকওভার করাচ্ছেন। কিন্তু এসব করতে গিয়ে যে এরকম অবস্থা হবে সুহানার। তা ভাবতেও পারেননি শাহরুখকন্যা।

তা কী হয়েছে সুহানার?

Advertisement

সম্প্রতি সুহানা খান ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যা দেখে রীতিমতো চেখে জল তাঁর অনুরাগীদের। ছবিতে দেখা গিয়েছে ব্যালোরিনা জুতো পরে রয়েছেন তিনি। আর সেই ছবিতে লিখেছেন ওহ! সঙ্গে কান্নার ইমোজি। বোঝাই যাচ্ছে, এই জুতো পরে নাচতে গিয়ে আহত হয়েছেন তিনি।

[আরও পড়ুন: মেয়ে দেবীর বাঙালি ডাকনাম রাখলেন বিপাশা বসু, বাড়িতে কী বলে ডাকেন জানেন?]

অন্যদিকে বলিউড গুঞ্জন বলছে সুহানা নাকি জমিয়ে প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্যা নন্দার সঙ্গে।
পরিচালক জোয়া আখতারের ‘আর্চিস’ ছবির শুটিং ফ্লোর থেকেই আলাপ হয় আগস্ত্যা নন্দা ও সুহানার। তারপর বন্ধুত্ব হয় গাঢ়। শুধু তাই নয়, সূত্র বলছে, কাপুর পরিবারের ক্রিসমাস পার্টিতেও হাজির ছিলেন অগস্ত্য়া ও সুহানা। সেখানে নাকি নিজের পরিবারের সঙ্গে সুহানাকে আলাপও করিয়ে দেন অগস্ত্য়া। তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি সুহানা ও অগস্ত্যাকে।

[আরও পড়ুন: বিয়ে না করেও দু’বার অন্তঃসত্ত্বা! ‘যুবপ্রজন্মকে নষ্ট করছেন’, কটাক্ষ অর্জুনের প্রেমিকাকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement