Advertisement
Advertisement

Breaking News

Suhana Khan

‘গায়ের রং ফরসা করার কী দরকার?’, প্রসাধনী বিজ্ঞাপনে বর্ণবৈষম্যের শিকার শাহরুখকন্যা সুহানা

গায়ের রং নিয়ে নেটপাড়ায় বিদ্রুপের শিকার সুহানা খান।

Suhana Khan Gets Brutally Trolled For 'Colour Correction' In Lipstick Ad | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 4, 2023 2:18 pm
  • Updated:August 4, 2023 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আর্চি কমিকস’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ সিরিজে জোয়া আখতারের হাত ধরে সবে ফিল্মি কেরিয়ার শুরু করেছেন সুহানা খান। এমনকী, জনপ্রিয় প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে আলিয়া ভাটের জায়গাও ছিনিয়ে নিয়েছেন! আর সেই বিজ্ঞাপন দেখেই নেটপাড়ায় তুমুল বিদ্রুপের শিকার হতে হল শাহরুখকন্যা সুহানা খানকে।

প্রসঙ্গত, জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ডের লিপস্টিকের বিজ্ঞাপনে সম্প্রতি দেখা গিয়েছে সুহানা খানকে। মেকআপ আর গ্ল্যামারের চাকচিক্যে শাহরুখকন্যাকে চেনাই দায়! আর সেই ছবি ভাইরাল হতেই বর্ণবৈষম্যের শিকার হলেন বলিউড বাদশার মেয়ে। ওই বিজ্ঞাপনে কালার কারেকশনের দৌলতে সুহানার ফরসা রং দেখে রে-রে করে উঠেছেন নেটপাড়ার নীতিপুলিশেরা। তাঁদের প্রশ্ন, ‘গায়ের রং ফরসা করার কী দরকার?’

Advertisement

কারও কটাক্ষ, ‘সুহানা খান কালার কারেক্টেড প্রো ম্যাস্ক।’ আবার কারও মন্তব্য, ‘ওঁকে তো অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।’ কেউ বলছেন, ‘অন্তত ওকে ফরসা না করে লিপস্টিকের অন্য শেড তো দিতে পারত, যেটায় ওকে মানায়।’ কারও বিদ্রুপ, ‘সুহানার মতো গায়ের রঙে ওরা প্যানকেক মেকআপ কেন ব্যবহার করেছে। মোটেই মানায়নি।’

[আরও পড়ুন: ‘এক সপ্তাহে ২ বার বিয়ে করেছে আলিয়া’, বিস্ফোরক করণ জোহর!]

প্রসঙ্গত, সেলিব্রিটি হওয়াটা কম ঝক্কির নয়! স্টারকিড হলে তো কথাই নেই। সেখানে তিনি কিং খানকন্যা। অতঃপর তার চারিদিকে হাজারও ক্যামেরা, পাপ্পারাজিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়ে প্রচারের আলো যে থাকবেই, তা বলাই বাহুল্য! এবার লিপস্টিকের বিজ্ঞাপনে গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার হতে হল তাঁকে।

[আরও পড়ুন: ‘অফিশিয়ালি’ শ্বশুর হলেন অনুরাগ কাশ্যপ! পরিচালককন্যার বাগদানে হাজির বলিউড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement