সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই সবার নজর লুকিয়ে গোপনে শাহরুখের আলিবাগের বাংলোয় দেখা করেছিলেন অগস্ত্য ও সুহানা। আর এবার সামনে এল তাঁদের নিশিযাপনের গপ্পো। হ্যাঁ, বর্ষবরণের রাতে রাতভর একসঙ্গে পার্টি পরলেন সুহানা ও অগস্ত্য। সেই ছবিই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
অমিতাভের নাতি অগস্ত্যর প্রেমে যে একেবারে হাবুডুবু শাহরুখকন্যা সুহানা। তা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। কখনও বিদেশের মাটিতে রাতভর পার্টি, তো কখনও দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন। কখনও আবার রেস্তরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনও একসঙ্গে আউটিং।
বচ্চনদের পরিবারে সর্বসাকুল্যে এখন একটাই পুত্রসুন্তান। কারণ অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা। অন্যদিকে জয়া-অমিতাভের মেয়ে শ্বেতাকন্যা নভ্যা নভেলি। তিনি নাতি-নাতনিই বিগ বির চোখের মণি। তবে অগস্ত্য, দিদা জয়া আর মামা অভিষেকের খুবই প্রিয়। তাঁর সঙ্গেই শাহরুখ-গৌরীর মেয়ে সুহানা খানের ‘প্রেমচর্যা’র জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে।
বলিউডে পা রাখার আগে থেকেই গুঞ্জনে ছিল শাহরুখ খানের আদরের মেয়ে সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গপ্পো। মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হোতো দুজনের ছবি-ভিডিও। এর পর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে কাজ করেন সুহানা-অগস্ত্য। প্রেমের জল্পনা আরও জোরদার হয়। একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায় দুই স্টারকিডকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.