Advertisement
Advertisement
Suhana Khan

জনপ্রিয় কমিক চরিত্র নিয়ে জোয়া আখতারের নতুন ছবি, জুটি বাঁধছেন শাহরুখকন্যা ও অমিতাভের নাতি

দেখা যেতে পারে সইফ আলি খানের ছেলে ইব্রাহিমকেও।

Suhana Khan, Agastya Nanda, Khushi Kapoor To Make Debut With Zoya Akhtar's Next | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 11, 2021 7:59 pm
  • Updated:November 11, 2021 8:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে জোর খবর। জোয়া আখতারের নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন অমিতাভের (Amitabh Bachchan) নাতি অগস্ত্য় নন্দা ও শাহরুখকন্যা (Shah Rukh Khan) সুহানা খান। এমনকী, শোনা যাচ্ছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকেও নাকি দেখা যেতে পারে এই ছবিতে। চমক রয়েছে আরও। জোয়া আখতারের এই ছবিতে নাকি দেখা যেতে পারে সইফ আলি খানের (Saif Ali Khan) ছেলে ইব্রাহিম আলি খানকে। এ খবর বলিউডে রটতেই একেবারে হইচই। কারণ, বলিউডের তারকাপুত্র ও কন্যাদের ছবিতে সই করানোর জন্য হন্য়ে হয়ে ঘুরছেন নামকরা সব পরিচালক ও প্রযোজক সংস্থা। এমনকী, করণ জোহরও মুখিয়ে ছিলেন এদের নিয়ে ছবি তৈরি করবেন বলে। তবে বাজিমাত করলেন জোয়া আখতারই।

সম্প্রতি ইনস্টাগ্রামে জোয়া আখতার জনপ্রিয় কমিক চরিত্র ‘আর্চি’র একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে জোয়া আখতার লিখলেন, ”এবার আর্চি আসছে দেশি রূপে। নেটফ্লিক্সে জনপ্রিয় আর্চিকে নিয়ে হাজির হতে চলেছি। সঙ্গে বলিউডের নতুন প্রজন্ম!”

Advertisement

Suhana Khan

[আরও পড়ুন: রাজনৈতিক প্রতিহিংসায় গোয়া চলচ্চিত্র উৎসবে ব্রাত্য ‘ডিকশনারি’! ফুঁসে উঠলেন পরিচালক]


জোয়ার এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, আর্চিকেই এবার সেলুলয়েডে আনতে চলেছেন জোয়া আখতার। নেটফ্লিক্সেই দেখা যাবে এই ছবি, সেটাও স্পষ্ট জানালেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পরিচালক।

Agastya Nanda

জোয়া আখতারের এই পোস্টে লাইক করেছেন অভিষেক বচ্চন, করণ জোহর, দিয়া মির্জা, হৃতিক রোশন, দীপকা পাড়ুকোনের মতো তারকারা।

[আরও পড়ুন: দাম্পত্যে ইতি, স্ত্রী পিয়ার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement