Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar

‘রাম সেতু’ ছবিতে ভুল তথ্য! অক্ষয় কুমারের বিরুদ্ধে মামলার হুমকি সুব্রহ্মণ্যম স্বামীর

অক্ষয়কে গ্রেফতার করার হুমকিও দিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী।

Subramanian Swamy to sue Akshay Kumar for 'false portrayal of Ram Setu issue' in his upcoming movie | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 30, 2022 3:49 pm
  • Updated:July 30, 2022 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বিপাকে পড়লেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অক্ষয় কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করার হুমকি দিল। অক্ষয়ের বিরুদ্ধে সুব্রহ্মণ্যমের অভিযোগ, অক্ষয় তাঁর নতুন ছবি রাম সেতুতে তথ্যগুলোকে ভুলভাবে উপস্থাপন করছে। যা কিনা মোটেই ঠিক কাজ নয়।

শনিবার সুব্রহ্মণ্যম টুইট করে জানান, ”অক্ষয় তাঁর রাম সেতু ছবিতে তথ‍্যগুলিকে ভুল ভাবে তুলে ধরছে। তাই অক্ষয় এবং ছবির প্রযোজনা সংস্থা কর্ম মিডিয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছে আমার আইনজীবী।” এখানেই শেষ নয়, সুব্রহ্মণ্যম অপর একটি টুইটে লিখেছেন, ”অক্ষয় কুমার যদি একজন বিদেশি নাগরিক হন তাহলে তাঁকে গ্রেফতার করে দেশ থেকে বের করে দেওয়া হোক।”

Advertisement

অন্যদিকে, টানা পঞ্চমবার দেশের বিনোদন দুনিয়ায় সর্বোচ্চ করদাতা হয়েছেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার (Akshay Kumar)। এই সাফল্যের স্মারক হিসেবে আয়কর বিভাগের তরফে অভিনেতা একটি সম্মানপত্রও জিতে নিয়েছেন। এই মুহূর্তে ব্রিটেনে শুটিংয়ে ব্যস্ত অক্ষয়। তার মধ্যেই অনুরাগীরা পেলেন এই সুখবর।

[আরও পড়ুন: মোটা টাকা কর ফাঁকি, ৮ বছরের জেল হতে পারে পপ গায়িকা শাকিরার!]

অক্ষয়কে যে সম্মানপত্র দেওয়া হয়েছে, তাতে লেখা হয়েছে, ”ওঁর হাতেই এই মুহূর্তে সবচেয়ে বেশি ছবি। পাশাপাশি এন্ডোর্সমেন্টের ক্ষেত্রেও তিনিই শীর্ষে। এটা আশ্চর্যের নয়, আজ তিনি দেশের সর্বোচ্চ করদাতা।” ওই সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে।

‘সৌগন্ধ’ ছবির মধ্যে দিয়ে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ হলেও ‘খিলাড়ি’ ছবি থেকেই প্রকৃত জয়যাত্রা শুরু অক্ষয়ের। তিন খান ও অজয় দেবগণের মতো সুপারস্টারদের দাপাদাপি সত্ত্বেও বরাবরই নিজের একটা আলাদা ফ্যান বেস রয়েছে অক্ষয়ের। মার্শাল আর্টের চোখ ঝলসানো অ্যাকশনের পাশাপাশি পরবর্তী সময়ে কমেডি অভিনয়েও সকলের মন জয় করেছেন তিনি।

বয়স প্রায় ৫৫ হওয়া সত্ত্বেও সেটাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে আজও ব্যস্ততার শিখরে রয়েছেন অক্ষয়। তবে বিপুল রোজগার সত্ত্বেও আয়কর দিতে কখনও কার্পণ্য করেননি তিনি। আর তাই গত পাঁচ বছর ধরেই বিনোদন দুনিয়ার সবচেয়ে বড় করদাতা অক্ষয়ই। পিছনে ফেলেছেন আর সকলকে।

এই মুহূর্তে ব্রিটেনে টিনু দেসাইয়ের সঙ্গে ছবির শুটিং করছেন বলিউডের খিলাড়ি। শেষ বার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন মানুষী চিল্লার। ছবিটি অবশ্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সামনেই আসছে ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘সেলফি’র মতো একাধিক ছবি। আপাতত সেই ছবিগুলিকে ঘিরেই আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। তবে তার আগেই এল এই সুখবর।

[আরও পড়ুন:  ‘রবীন্দ্রনাথ দেবতা নন যে তাঁর গানের প্যারোডি করা যাবে না’, হিরো আলমের পাশে দাঁড়িয়ে বিতর্কে নোবেল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement