সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরের শিরোনামে কঙ্গনা রানাউত। ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমার জন্য করণ জোহরকে তুলোধনা করার পাশাপাশি রণবীর সিংয়ের পৌরষত্ব নিয়েও প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন। সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই এবার বিজেপি নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য সুব্রমনিয়াম স্বামীর সঙ্গে বিবাদে জড়ালেন বলিপাড়ার ‘কন্ট্রোভার্সি ক্যুইন’।
দিন কয়েক আগেই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা। ‘তেজস’, ‘ধাকড়’, ‘এমার্জেন্সি’- কঙ্গনার একাধিক ছবির জন্য নাকি তিনিই ছাড়পত্র জোগাড় করে দিয়েছিলেন। বদলে ‘তেজস’-এ একটি ছোট্ট চরিত্রে বিজেপি নেতাকে কাস্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কাজ হওয়ার পর আর কথা রাখেননি কঙ্গনা। অতঃপর নায়িকাকে প্রতারক বলে কটাক্ষ করতেও ছাড়েননি গেরুয়া শিবিরের দাপুটে নেতা। এবার আরেক বিজেপি নেতা প্রশ্ন তুললেন কঙ্গনা রানাউতের Y-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে।
প্রসঙ্গত, ২০২০ সালে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিশেষ ক্যাটাগরির নিরাপত্তা পান অভিনেত্রী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তখন তোলপাড় গোটা বলিউড। মহারাষ্ট্র সরকার নড়েচড়ে বসেছে। কটুক্তি করে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে ঝামেলায় জড়ান কঙ্গনা। এরপর তাঁর অফিস, বাংলো বেআইনি বলে গুঁড়িয়ে দেয় বিএমসি! যার জেরে মুম্বইকে পাক-অধুষ্যিত কাশ্মীরের সঙ্গে তুলনা করে প্রাণ সংশয়ের কথা বলেন কঙ্গনা। তখন গেরুয়া শিবিরের হয়ে সুর চড়াতে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে Y-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান অভিনেত্রী। এবার বছর তিনেক আগেকার সেই ইস্যু নিয়েই প্রশ্ন তুলেছেন খোদ বিজেপি নেতা সুব্রমনিয়ান স্বামী।
কঙ্গনার নাম না করেই বিজেপি নেতার টুইট, “এসপিজি ( সোশ্যাল প্রোটেকশন গ্রুপ) জানে এবং তাঁর গতিবিধির ওপর হিসেব রেখেছে। আমি ভাবছি, বলিউড তারকাদের ট্র্যাক করা এসপিজির ব্যবসা নয় কেন। ওঁর ক্ষেত্রে, একটি বিশেষ ব্যবস্থায় উচ্চস্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে ওঁকে।” এরপরই সুব্রমনিয়ানের উদ্দেশে ঝাঁজালো টুইট করেন কঙ্গনা।
I am not just a Bollywood star sir, I am also a very vocal and concerned citizen, I was the target of political malice in Maharashtra, at my expense nationalists could make a government here.
I also spoke about tukde gang and strongly condemned Khalistani groups.
I am also a… https://t.co/CXbcQPNysb— Kangana Ranaut (@KanganaTeam) July 30, 2023
এপ্রসঙ্গে পালটা কঙ্গনার মন্তব্য, “আমি শুধু একজন বলিউড তারকা নই স্যার, আমি একজন খুব সোচ্চার এবং উদ্বিগ্ন নাগরিকও। আমি মহারাষ্ট্রে রাজনৈতিক বিদ্বেষের লক্ষ্য ছিলাম, আমার জোরেই জাতীয়তাবাদীরা এখানে সরকার তৈরি করতে পারে। আমি টুকড়ে গ্যাং সম্পর্কেও প্রতিবাদ করেছি এবং খালিস্তানি গোষ্ঠীগুলির তীব্র নিন্দা করেছি। আমি একজন পরিচালক, লেখক এবং প্রযোজক এবং আমার পরবর্তী প্রযোজনা জরুরি অপারেশন ব্লুস্টারের সাথে জড়িত… আমার প্রাণসংশয়ের যথেষ্ট আশঙ্কা রয়েছে, তাই আমি নিরাপত্তার জন্য অনুরোধ করেছিলাম… স্যার এর মধ্যে কিছু ভুল আছে কি?”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.