সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে ফের বিয়ের সানাই। তবে এই বিয়েটাও হতে চলেছে গোপনে। হ্য়াঁ, পুরো খবরটাই এসেছে গুঞ্জন মারফত। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তবে দেবশ্রীর আরেক পরিচয় হল, তিনি শুভশ্রীর দিদি (Subhashree Ganguly’s Sister)। যাকে এখনও দেখা যাচ্ছে, ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে অভিনয় করতে। ঋতাভরীর সঙ্গে অভিনয় করেছেন ‘ফাটাফাটি’ ছবিতেও।
টলিপাড়া সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দুবছর আগে দ্বিতীয়বার বিয়ে করেন দেবশ্রী। কিন্তু সে সম্পর্ক টেকেনি। মাঝখানে কেটেছে ২ বছর। ফের সম্পর্কে আবদ্ধ হতে চান দেবশ্রী। আর তাই বিয়ের প্ল্যান। শোনা যাচ্ছে, পাত্র নাকি ব্যবসায়ী। তবে টলিউডের সঙ্গে একেবারেই যুক্ত নন তিনি। তবে টলিপাড়ায় রটে গেলেও, এই বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না দেবশ্রী।
View this post on Instagram
দেবশ্রীর একটি ছেলে রয়েছে। যে পড়াশুনো করছে বিদেশে। ২০২১ সালে এক পাঞ্জাবী পরিবারে বিয়ে করেছিলেন দেবশ্রী। তবে সে সম্পর্ক নানা কারণে টেকেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.