Advertisement
Advertisement

Breaking News

Subhashree Ganguly

দেশভাগ, বিপ্লব আর ইন্দুর রান্নাঘর, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে চমক শুভশ্রীর, দেখুন ট্রেলার

৮ মার্চ হইচইয়ে মুক্তি পাচ্ছে এই সিরিজ।

Subhashree Ganguly's Indubala Bhaater Hotel trailer out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 21, 2023 3:52 pm
  • Updated:February 21, 2023 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে শুভশ্রীর লুক দেখে ইতিমধ্য়েই কৌতুহল জন্মেছিল এই সিরিজ নিয়ে। আর এবার ট্রেলার প্রকাশ হতেই চমক দিলেন শুভশ্রী।

Advertisement

বিয়ের পর সিনেমার পর্দায় ক্যামব্যাকের করেই একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ সব ছবিতেই নতুন নতুন অবতারে পর্দায় এসে অনুরাগীদের চমকে দিয়েছেন। এবার সিরিজে পা রাখলেন অভিনেত্রী। আর তাতেই তাঁর রূপে দেখা গিয়েছে বড়সড় পরিবর্তন। প্রস্থেটিকের সাহায্যে বৃদ্ধার বেশ ধারণ করেছেন। আর তাতেই বাজিমাত করেছেন টলিউডের সুন্দরী।

[আরও পড়ুন: ‘প্রকাশ্যে ঘুরছে ২৬/১১-র চক্রীরা!’ পাকিস্তানের মাটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ জাভেদ আখতারের ]

কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজের রূপ দিচ্ছেন দেবালয়। সেই সিরিজেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। হইচইয়ে দেখা যাবে এই সিরিজ। টিজারে ইন্দুবালার হাতের জাদুর পাশাপাশি অতীতে টানাপোড়েনের কাহিনি দেখানোরও আভাস দিয়েছেন পরিচালক। যাতে ঠাঁই পেয়েছে দেশ ছাড়ার ইতিহাস, স্বজন হারানোর যন্ত্রণা। এর পাশাপাশি বাঙালির একান্ত আপন রসনাতৃপ্তির নানা কাহিনিও দেখা যেতে পারে। ৮ মার্চ হইচইয়ে মুক্তি পাবে শুভশ্রীর এই সিরিজ।

[আরও পড়ুন: ‘মৃত্যুও হতে পারত!’, মুম্বইয়ের অনুষ্ঠানে হামলা নিয়ে মুখ খুললেন সোনু নিগম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub