Advertisement
Advertisement

Breaking News

Subhashree Ganguly

বোনু ইয়ালিনীকে গল্প পড়ে শোনাচ্ছে যুবান, সুখী গৃহকোণের মিষ্টি ছবি দেখালেন শুভশ্রী

মাতৃসুখের মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Subhashree Ganguly shares sweet glimpse of kids

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 8, 2024 5:02 pm
  • Updated:July 8, 2024 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টারকিডরা বরাবরই লাইমলাইটে থাকে। সে বলিউড হোক বা টলিউড! রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) ছেলে যুবানও এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। জন্মের পর থেকেই সংবাদের শিরোনামে রাজত্ব করছে সে। খুদের নানা মজার কাণ্ড-কারাখানায় অনুরাগীরাও মেজে থাকেন। তাঁদের কাছে রাজপুত্র ‘ওয়ান্ডার কিড’। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যুবানকে ‘স্মার্ট বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন। এবার মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সোশাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিয়ে সেই খুদেকে দেখা গেল নতুন ভূমিকায়।

দুই ছেলে-মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। অবসরে আবার কখনও সন্তানদের সঙ্গেও খুনসুঁটিতে মেতে উঠছেন। কন্যাসন্তানের জন্মের পর তার ছবি প্রকাশ করেননি রাজ-শুভশ্রী। তবে এই কদিনে ‘দাদা’ যুবান একেবারে পুরোদস্তুর ইয়ালিনীর সঙ্গী হয়ে উঠেছে। সোমবার মাতৃসুখের মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন মা অভিনেত্রী। অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে দেখা গেল, খুদে দাদা যুবান বোনু ইয়ালিনীকে পাশে নিয়ে গল্প পড়ে শোনাচ্ছে। আর বোনও দিব্যি দাদার দিকে তাকিয়ে। যদিও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি শুভশ্রী, ভাই-বোনকে দেখা গেল উপুর হয়ে শুয়ে গল্পতে মন দিতে। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “গল্প শোনার সময়।” যুবান যে এখন বড় দাদা, সেটা তার হাবভাবে বেশ বোঝা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: রাতপার্টিতে রং মিলান্তি পোশাক, ব্রাজিল সুন্দরীর ‘বাহুডোরে’ শাহরুখপুত্র আরিয়ান!]

তেইশ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। মেয়ের নাম রেখেছেন ইয়ালিনী। যা কিনা দেবী সরস্বতীর আরেক নাম। তবে মা হওয়ার পর কাজ থামিয়ে রাখেননি। দু মাসের মধ্যেই উত্তরবঙ্গে উড়ে গিয়েছিলেন ‘বাবলি’র শুটিংয়ে। কাজের অবসরে দম্পতি ঘুরতেও বেরিয়ে পড়েন মাঝেমধ্যেই। ভোট মেটার পরই যুবানকে নিয়ে সম্প্রতি থাইল্যান্ড ট্যুরে গিয়েছিলেন।

[আরও পড়ুন: আম্বানিদের মেগাবাজেট বিয়েতে আমন্ত্রিত রাইমা সেন, সাজবেন মা মুনমুনের শাড়িতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement